খবর

Aadhaar Card Update: নতুন বাড়িতে শিফট করেছেন সম্প্রতি? তাড়াতাড়ি আধার কার্ড আপডেট করুন খুব সহজে।

ভারতে বসবাসকারী সমস্ত নাগরিকদের নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে ‘Aadhaar Card’ থাকা বাধ্যতামূলক। একদম ছোটো শিশু অর্থাৎ বাচ্চা জন্মানোর কিছুদিন পরেই আধার কার্ড করা যায়। এতে ব্যক্তির নাম, জন্ম তারিখ, ঠিকানা থেকে শুরু করে অন্তর্ভুক্ত থাকে বায়োমেট্রিক ডেটাও। এই কার্ডটি সকল জায়গায় দরকারে লাগে। যেকোনো সরকারি ও বেসরকারি ক্ষেত্রেও বিভিন্ন কাজের জন্য দরকারি এই আধার কার্ড আর ঠিক সেই কারণেই Aadhaar Card সবসময় up to date রাখা প্রয়োজন। (Aadhaar Card Update)

এবার ধরুন আপনি সম্প্রতি বাড়ির ঠিকানা পরিবর্তন করেছেন। সেই ক্ষেত্রে নতুন বাড়ির ঠিকানা শীঘ্রই আপনাকে আপডেট করে নিতে হবে। আপনি কিন্তু বাড়িতে বসে অনলাইনেই এই Update করে নিতে পারেন, খুবই সহজ কিছু পদ্ধতিতে। কী কী পদ্ধতিতে তা নীচে আমরা বিস্তারিত জানিয়েছি দেখে নিন:

১) সবার প্রথমে আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআউডিএআই (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) ওয়েবসাইটে গিয়ে ‘মাই আধার’ (My Aadhaar)-এর অপশন দেখা গেলে সেটিতে ক্লিক করুন।
৩) এরপর আপনি লগইন করুন ও লগইন করে আপনি নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা আপডেটের একটি অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করে এগিয়ে যান।
৪) এরপরে ‘আপডেট আধার অনলাইন’ (Update Aadhaar Online)-এ ক্লিক করে ‘প্রোসিড টু আপডেট আধার’ (Proceed To Update Aadhaar) অপশনটি সিলেক্ট করুন।
৫) এবারে যে কটি অপশন পাবেন তার মধ্যে থেকে Address অপশনটি সিলেক্ট করুন।
৬) এরপরে আবার ক্লিক করতে হবে ‘প্রোসিড টু আপডেট আধার’ (Proceed To Update Aadhaar) অপশনে।
৭) এখানে আপনি নিজের পুরনো ঠিকানাটি দেখতে পাবেন। সেটি এডিট করে এবার আপনার নতুন ঠিকানার সমস্ত তথ্য ঠিকমতো দিয়ে দিন।
৮) এর পরে সবকিছু সঠিকভাবে পরীক্ষা করে জমা দিলেই আধার ডেটা কিছুদিনের মধ্যে আপডেট হবে।
-Wriiten by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker