খবর

7th Pay Commission: DA এর সাথে সাথে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড়সড় উপহার কেন্দ্রীয় সরকারের, বিশদে জানুন।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার (Central Government) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের জন্য সুদের হার বৃদ্ধি করলেও ভবিষ্যৎ তহবিল বিনিয়োগকারীদের (Investors) নিরাশ করেছে। কিরকম নিরাশ? আসুন জানা যাক।

অর্থ মন্ত্রকের তরফে GPF এবং অন্যান্য ভবিষ্যত তহবিল প্রকল্পগুলির জন্য সুদের হার ঘোষণা করা হয়েছে। অর্থ মন্ত্রক ২০২৩ সালের এপ্রিল-জুন এই তিন মাসের জন্য GPF-র সুদের হার ঘোষণা করেছে। এই সুদের হারগুলি পিপিএফ-এর মতোই রাখা হয়েছে অর্থাৎ এমন কিছু বৃদ্ধি পায়নি।

গত পয়লা এপ্রিল, ২০২৩ সাল থেকে ৩০ শে জুন পর্যন্ত ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় প্রতি তিনমাস অন্তর অন্তত জিপিএফ(GPF)-এর সুদের হার সংশোধন করে।

General Provident Fund হল এমন এক ধরনের ভবিষ্যত তহবিল, যা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ। সমস্ত সরকারী কর্মচারীদের তাঁদের বেতনের একটি নির্দিষ্ট শতাংশ এই তহবিলে রাখতে পারেন।

কোনো সরকারি কর্মী চাকুরিরত অবস্থায় এই তহবিলে যে পরিমাণ অর্থ জমা রাখেন তার মোট অর্থের উপর সুদ দেওয়া হয়। এরপর সেই কর্মী অবসরকালে এই টাকা ফিরে পান জমানো সম্পদ হিসেবে।

Employee’s Provident Fund Organization (EPFO) ২০২২ থেকে ২০২৩ বছরের আর্থিক ব্যবস্থার জন্য EPF-এর সুদের হার ৮.১৫ শতাংশ নির্ধারণ করেছে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker