খবর

Bank Holidays: মে মাসের মধ্যে কবে কবে ছুটি থাকবে ব্যাঙ্ক? ব্যাঙ্কে যাবার আগে জেনে নিন নয়তো পড়তে পারেন সমস্যায়।

সম্প্রতি গেলো মে দিবস(Labour Day)। এই উপলক্ষে স্বাভাবিকভাবেই একাধিক রাজ্যে বন্ধ ছিলো ব্যাঙ্ক(Bank Holidays)। এদিকে আগামী ৫ই মে, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা(Buddha Purnima)। সেই উপলক্ষেও কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? এক নজরে দেখে নেওয়া যাক এই মাসের ব্যাঙ্ক ছুটির  তালিকা যাতে পরে সমস্যাতে না পড়তে হয়।

Reserve Bank of India অর্থাৎ RBI এর প্রকাশিত তালিকা অনুযায়ী, শুধু মে দিবস উপলক্ষে নয় বরং এই মাসে কলকাতাসহ এই রাজ্যে সবথেকে বেশি ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গেছে। RBI এর তালিকা অনুযায়ী, পয়লা মে তে মহারাষ্ট্র দিবস এবং মে দিবসের ছুটি ছিলো একাধিক শহরের ব্যাঙ্কগুলিতে। কলকাতায় শুধু না, কলকাতা ছাড়াও পয়লা তারিখে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কেরল, গোয়া, বিহারের শহরগুলিতে বন্ধ ছিলো ব্যাঙ্ক।

আগামী ৫ই মে, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষেও কলকাতাসহ পুরো রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ, এই সপ্তাহে একসাথে দুই দুইটি অতিরিক্ত ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মচারীরা। অন্যদিকে ৫ই মে তে শুধু পশ্চিমবঙ্গই নয় বরং ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, জম্মু, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশের শহরগুলিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগামী ৯ই মে অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন(Rabindranath Tagore’s Birthday) উপলক্ষে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এরপরে এই মাসে পশ্চিমবঙ্গে আর অতিরিক্ত কোনও ব্যাঙ্কের ছুটি থাকবে না। তবে প্রতিবেশী রাজ্য সিকিমে আগামী ১৬ই মে রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে ওই রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর মহারাণা প্রতাপ জয়ন্তীর জন্য হিমাচলে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২২শে মে

বলা বাহুল্য যে প্রতিটি রবিবার এমনিতেই ছুটি থাকবে সকল ব্যাঙ্কগুলিতে। এছাড়াও ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী মাসের দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার বন্ধ থাকবে সকল ব্যাঙ্ক। সব মিলিয়ে এই মাসে কলকাতায় মোট ৯দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্কে যাবার আগে তাই এই ছুটির দিনগুলি মনে রেখে তারপরে যাবেন নয়তো সমস্যাতে পড়তে হতে পারে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker