চাকরির-খবর

AAI Recruitment: এয়ারপোর্ট অথরিটিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকারও বেশি। জানুন

অবসরপ্রাপ্তদের (Retired) জন্য এবার চাকরির সুযোগ নিয়ে এলো Airport Authority of India বা AAI সংস্থা। সম্প্রতি এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপদ্ধতি সব সমস্ত তথ্য বিস্তারিত জানুন এই প্রতিবেদন মারফত।

পদের নাম:
Junior Consultant
শূন্যপদের সংখ্যা:
৮টি।
বয়সসীমা:
প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীর অবশ্যই মেডিক্যাল ফিটনেসও (Medical Fitness) থাকতে হবে।
ii) যে সংস্থাতে কর্মরত ছিলেন সেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
iii) প্রার্থীদের এরোড্রোম ম্যানেজমেন্টের (Aerodrome Management) জ্ঞান থাকাও জরুরি।
প্রসঙ্গত বলে রাখি, যাঁদের এএআই-এর সিভিল এরোড্রোমে সিনিয়র এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার (Air Traffic Controller) পদে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগের মেয়াদ হবে ১ বছর।

মাসিক বেতন:
মাসিক বেতন হবে মোট ৫০,০০০ টাকা।

কারা কারা আবেদন করার যোগ্য ব্যক্তি?
কোনও স্বীকৃত রাষ্ট্রায়ত্ত সংস্থা/ রাজ্য বা কেন্দ্রীয় সরকারি সংস্থা/ এএআই / ভারতীয় বায়ুসেনা/ ভারতীয় সেনাবাহিনী/ ভারতীয় নৌবাহিনী/ আধাসামরিক বাহিনী/ নামী সংস্থা থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন জানাতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইনে।
ii) ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে ফেলতে হবে।
iii) পূরণ করার পরে আবেদনপত্রটি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ইমেল আইডিতে।

আবেদনের শেষ তারিখ:
১২ই মে, ২০২৩ সাল।

নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান:
দেশের বিভিন্ন অঞ্চলে হবে কর্মস্থল। যেমন-
i) দেশের পুর্বাঞ্চলে ঝাড়খণ্ডের বোকারো এবং দুমকা
ii) পশ্চিমবঙ্গের বার্নপুর এবং কোচবিহার
iii) আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল বে
iv) নিকোবর এবং শিবপুর
v) সিকিমের পাকিয়ংয়ের বিমানবন্দর।
এগুলি হবে প্রধানত নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল।

আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে।

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker