
এই ৪টি সার্টিফিকেট কোর্স পাশ করলেই চাকরি! জেনে নিন বিস্তারিত
অনেক সময় স্নাতক স্তরে(Graduation) পড়াশোনা শেষ করার পরেও দেখা যায় বিশেষ কোন অর্থ উপার্জনের সংস্থান বা রোজগারের সংস্থান হচ্ছে না। অর্থসংস্থান না থাকলে জীবন অতিবাহিত করা অসম্ভব।
স্নাতক স্তরে পড়াশোনা শেষ করে কোন পথে গেলে সহজেই ভালো অর্থ উপার্জন করা যাবে তা নিয়ে অনেকেই সন্দিহান। তবে স্নাতকোত্তর এর পর কয়েক মাসের সার্টিফিকেট কোর্স(Certificate Course) করেই পাওয়া যাবে চাকরি। নিম্নে আলোচিত এই ৪টি সার্টিফিকেট কোর্স পাশ করলেই চাকরি!
সেইসব সার্টিফিকেট কোর্স গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। (Top 4 Certificate Courses to Get a New Job)
১) কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স:
মনে করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই AI(Artificial Intelligence) অপ্রতিরোধ্য হয়ে উঠবে।নতুন চাকরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক ক্ষেত্রে বিশেষ সহায়ক। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়লে এই বিষয়ে সার্টিফিকেট কোর্স করা যেতে পারে।
২) ওয়েব ডেভেলপার কোর্স:
আজকাল ছোট বা বড় সব ধরনের ব্যবসাতেই ওয়েব ডিজাইনিং(Web Designing) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পদ্ধতি ছাড়া অনলাইন ব্যবসা করা প্রায় অসম্ভব। তাই , ওয়েব ডিজাইনিং কোর্স(Web Designing Course) বা ওয়েব ডেভেলপারের(Web developer) চাহিদা সবসময় থাকবে একথা নিঃসন্দেহে বলা যায়। এই ক্ষেত্রে ইচ্ছুক পড়ুয়াদের কাছে দু’টি রাস্তা খোলা থাকবে। নিজের যোগ্যতা অনুসারে কোনও সংস্থায় চাকরির আবেদন করা যেতে পারে। অথবা, সরাসরি নিজেরই ডিজাইনিং সংস্থা খুলে ফেলা যেতে পারে।
৩) সাইবার সিকিউরিটি কোর্স:
বর্তমানে সারা বিশ্বে সাইবার জালিয়াতি বা আক্রমণ বাড়ছে। সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি কোর্সের(Cyber Security Course) যথেষ্ট চাহিদা আছে। সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাজ কম্পিউটার ও প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। আবার এথিক্যাল হ্যাকিং কোর্সও(Ethical Hacking Course) করা যেতে পারে। বর্তমানে এই দুই ক্ষেত্রে বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে।
৪) ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স:
কেরিয়ার হিসেবে ইনভেস্টমেন্ট ব্যাংকিং(Investment Banking Course) খুবই ভাল। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং-এ সার্টিফিকেট কোর্স করার পরই একজন ভাল প্যাকেজে চাকরি পেতে পারেন। এমনকি নিজের ফার্মও খুলতে পারেন।