সরকারি প্রকল্প

বেকারদের জন্য সুখবর, রাজ্যে উৎকর্ষ প্রকল্পের মাধ্যমে হচ্ছে চাকরি। জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে একটি ভালো সুখবর। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই মর্মে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের জেলাগুলিতে কারিগরি প্রশিক্ষণ সহ কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে উৎকর্ষ বাংলার(Utkarsha Bangla) তরফ থেকে। এখনো পর্যন্ত অনেক যুবক যুবতীরা উৎকর্ষ বাংলায় কারিগরি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন জায়গায় কাজ পেয়েছেন। কাজ পেয়েছেন রাজ্যের ভেতরে এবং অন্যান্য রাজ্যতেও।

বর্তমানে রাজ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে মোট 2652 টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বিভিন্ন রকম বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান। অটোমোবাইল, টেক্সটাইল, কম্পিউটার, construction, কৃষি ভিত্তিক কোর্স ইত্যাদি কোর্সগুলি এখানে শেখানো হয়। বেশিরভাগ কোর্সের মেয়াদ ৬ মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত। প্রায় ৪২ টি বিষয়ের কোর্স এখানে বিনামূল্যে(Free Courses WB) করানো হয় শিক্ষার্থীদের। সূত্রের খবর, গত দেড় মাসে প্রায় ১১০০ জন যুবক-যুবতী রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন বেসরকারি সংস্থা তে কাজ পেয়েছেন। তাছাড়া এই শিবির গুলি থেকে ITI প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। (Utkarsha Bangla Scheme West Bengal)

রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন বেসরকারি সংস্থা রাজ্যের এই উদ্যোগের সাথে যুক্ত হয়ে উৎকর্ষ বাংলার মাধ্যমের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের বিভিন্ন রকম চাকরিতে নিযুক্ত করার কাজ করছে। নানান প্রশাসনিক বৈঠকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বাড়িয়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আশা করা যাচ্ছে উৎকর্ষ প্রকল্পের মাধ্যমে আগামী দিনে বাংলাতে আরও কর্মসংস্থান(Job Placement) বৃদ্ধি পাবে এবং বেকার যুবক-যুবতীরা রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন সংস্থায়ী চাকরি করার সুযোগ পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker