সরকারি প্রকল্প

Yuvashree Scheme: রাজ্যের যুবশ্রী প্রকল্পে আবেদন করে মিলবে মাসে ১৫০০ টাকা, বিস্তারিত জেনে নিন।

রাজ্য সরকার মেয়েদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন যার মধ্যে একটি হলো ‘যুবশ্রী প্রকল্প'(Yuvashree Scheme)। সাধারণ মানুষের জন্য সরকার আরো বহু প্রকল্প শুরু করেছে। প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো- খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, কন্যাশ্রী, রুপশ্রী, মেধাশ্রী ইত্যাদি।

প্রকল্পের মধ্যে ‘যুবশ্রী প্রকল্প’ প্রধানত বেকার যুবক ও যুবতীদের আর্থিক সহায়তা দেবার জন্যই করা যাতে গরীব যুবক যুবতীরা তাঁদের মা বাবার পাশে দাঁড়াতে পারেন। আজ এই প্রতিবেদনের (Article) মাধ্যমে আমরা জানাতে চলেছি এই প্রকল্পের আবেদন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়। বিশদে জানুন।

এই প্রকল্পে আবেদন করলে যুবক-যুবতীরা পেয়ে যাবেন মাসিক ১৫০০ টাকা করে। জেনে নিন আবেদন পদ্ধতি।

আবেদন পদ্ধতি:
i) এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) https://employmentbankwb.gov.in/ এ গিয়ে প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
ii) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন (Registration) করে নিতে হবে প্রথমে।
iii) রেজিস্ট্রেশন হয়ে গেলে New Enrollment Job Seeker’ অপশনে ক্লিক করতে হবে।
iv) নতুন একটি পেজ খুলবে। সেখানে একে একে ‘Accept’ এবং ‘Continue’ অপশন দুটিতে ক্লিক করতে হবে।
v) এবার অনলাইন আবেদনপত্র দেখা যাবে। সেখানে একে একে সমস্ত জরুরি তথ্য (Important Documents) দিয়ে পূরণ করতে হবে।
vi) এরপরে নিজের পাসপোর্ট সাইজের ছবি (Passport Size Photo) এবং নিজের সই (Signature) স্ক্যান করে আপলোড (Scan and Upload) করুন।
vii) সবশেষে Submit অপশনে ক্লিক করে আবেদনপত্রের এক কপি প্রিন্টআউট (Print Out) বের করে নিন ভবিষ্যতের জন্য।

আবেদন করার পরে কি করবেন?
আবেদন করার পরে আবেদনপত্রের প্রিন্টআউটটি আগামী ৬০ দিনের মধ্যে নিকটবর্তী Employment Exchange এর অফিসে গিয়ে জমা করে আসতে হবে। ৬০ দিনের পর এই আবেদনপত্র আর ব্যবহার যোগ্য থাকবে না।

এরপর এক্সচেঞ্জ অফিসের (Exchange Office) কর্মকর্তারা আবেদনকারীর অ্যাপ্লিকেশন ফর্ম (Application Form) খুঁটিয়ে দেখে নেবেন। কর্মকর্তারা এই আবেদনপত্রের সাথে সাথেই আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড (Background) বিচার করে যদি যোগ্য বলে মনে করেন তবে সেই সব প্রার্থীর ফোনে একটি ‘User Id’ এবং ‘Password’ পাঠাবেন।

এরপরে যাঁদের ‘User Id’ এবং ‘Password’ পাঠানো হলো তাঁদের সকলের মধ্যে নির্বাচিত নামের শর্টলিস্ট (Shortlisted) বের করা হবে। সেখানে যাদের নাম থাকবে তারা পরের মাস থেকে অনুদান হিসেবে মাসিক ১৫০০ টাকা করে পাবেন।

আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীকে অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাশ করে যেকোনো জাতীয় প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকতে হবে।

ii) যদি আবেদনে ইচ্ছুক ব্যক্তির পড়াশোনা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়ে থাকে বা কোনো জাতীয় প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত না থাকেন, তবে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker