সরকারি প্রকল্প

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বাড়লো সুদ, ২৫০ টাকা দিয়ে স্কিম চালু করে মেয়ে ১৯ বছর হলে পাবেন মোটা অঙ্কের টাকা।

সুকন্যা সমৃদ্ধি যোজনায়(Sukanya Samriddhi Yojana 2023) সুদের হার বাড়িয়ে ৮% করেছে কেন্দ্র সরকার। এই যোজনায় মেয়ের জন্ম থেকে শুরু করে ১৪ বছর বয়স অবধি অল্প করে টাকা জমালে মেয়ে ১৯ বছর হলে পাওয়া যায় ৫৬ লক্ষ টাকা। অনেক বাবা মা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই প্রকল্পে কন্যা সন্তানের নাম নথিভুক্ত করেছেন। পোস্ট অফিসের স্কিম গুলির(Post Office Schemes) মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি এই যোজনার সুদের হার বৃদ্ধি করলো কেন্দ্র সরকার।

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি?

দেশের অনেক জায়গায় মেয়ে সন্তান হলে চিন্তায় পড়ে যান বাবা মায়েরা। খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েদের। মূলত অর্থের অভাবে অভিভাবকেরা খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন। তাছাড়া মেয়েদের পড়াশোনাও বেশিদুর এগিয়ে নিয়ে যেতে চান না অভিভাবকেরা। এই সকল মেয়েদের সাহায্য করার জন্যই চালু করা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পে(Sukanya Samriddhi Yojana Scheme) মেয়েদের জন্য স্বল্প সঞ্চয় হিসাবে কিছু পরিমাণ টাকা জমা করে রাখা যাবে এবং পরবর্তীকালে চড়া সুদের হারে মিলবে অনেক টাকা।

সুকন্যা সমৃদ্ধি যোজনার নীতি কি?

কন্যা সন্তানের বয়স যখন দুই বছর থেকে ১০ বছর বয়সের মধ্যে, তখন সেই সন্তানের বাবা মাকে এই যোজনাতে একাউন্ট(Sukanya Samriddhi Yojna Account) খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে হবে কন্যা সন্তানের নামে। বাবা এবং মায়ের নাম থাকবে শুধুমাত্র আমানতকারী হিসেবে। একজন কন্যা সন্তানের নামে একটিই একাউন্ট খোলা যাবে। আগে ১০০০ টাকা সর্বনিম্ন বিনিয়োগ হিসেবে ধার্য ছিল। বর্তমানে সেই বিনিয়োগের মান কমিয়ে করা হয়েছে 250 টাকা।

অ্যাকাউন্ট খোলার ১৪ বছর পর পর্যন্ত টাকা জমা করা যাবে। প্রতি বছর এপ্রিল মাসে সুদের হার সংশোধন করা যাবে।

গত অর্থবর্ষের শেষ দিকে ত্রৈমাসিকে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। যা এবার ০.৪ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৮ শতাংশ হারে সুদ মিলবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ২৫০ টাকা দিয়ে একাউন্ট খোলার পর একটি অর্থবর্ষে আপনারা সর্বাধিক দেড় লক্ষ টাকা জমা করতে পারবেন। টাকা দিতে হবে ৫০ টাকার গুণিতকে। একটি মাসে বা একটি অর্থবর্ষে যতবার খুশি টাকা বিনিয়োগ করতে পারবেন।

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাশিকে সুদের হার করা হয়েছে ৮% । তিন মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয় । সেই হিসেবে জুন মাসের পরে আবার সুদের হার বাড়ানো হবে সুকন্যা সমৃদ্ধি যোজনার বিনিয়োগের ক্ষেত্রে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদ(Sukanya Samriddhi Yojana Interest Hike) বাবদ যে টাকা পাওয়া যায়, তার জন্য কোন রকম ট্যাক্স দেওয়ার দরকার হয় না। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনারা যে টাকা জমা করবেন, সেটা আপনাদের করযোগ্য আয়ের থেকে বাদ চলে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker