খবর

Pan Card Fraud: আপনার প্যান কার্ডই আপনাকে পথে বসাতে পারে, জালিয়াতি থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন?

বেশ কয়েক মাস ধরে খবরের শিরোনামে রয়েছে প্যান কার্ড। ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের(Income Tax Department) পক্ষ থেকে l আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল গত মাসের 31 তারিখ অর্থাৎ 31 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কেউ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক(Adhaar Pan Link) না করান তাহলে তার প্যান কার্ড ভবিষ্যতে বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে।

তবে আপনারা কি জানেন যে আপনার প্যান কার্ডই আপনাকে পথে বসাতে পারে? শুনতে অবাস্তব লাগলেও সত্যি যে, জালিয়াতরা আপনার প্যান কার্ড ব্যবহার করে আপনাকে পথে বসাতে পারে।

আমাদের দেশে যে কোন রকম আর্থিক লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ হলো প্যান কার্ড(Pan Card)। ব্যাংকে টাকা জমা দেওয়া, সোনার গয়না কেনা, ব্যাংক থেকে টাকা তোলা, জমি বাড়ি কেনা বেচা, শেয়ার বাজারে বিনিয়োগ সবকিছুতেই দরকার হয় প্যান কার্ডের নম্বর।

তবে অনেক সময় দেখা যায়, প্রতারকরা অন্য কারো প্যান কার্ডের নাম্বার ব্যবহার করে ব্যাংক থেকে লোন নিচ্ছে বা ইএমআই এর মাধ্যমে কোন অনলাইন সংস্থা থেকে ইলেকট্রনিক্স দ্রব্য কিনছে(Pan Card Fraud)।

কোন জালিয়াত যদি আপনার প্যান কার্ডের নম্বর ব্যবহার করে এমন কোন কাজ করে থাকে, তাহলে ভবিষ্যতে তার দায় আপনার ওপরেই পড়বে এবং আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ যার প্যান কার্ডের নম্বরটি ব্যবহার করা হয়েছে ভবিষ্যতে তাকেই সমস্ত টাকা পরিশোধ করতে হবে।

এজন্য আপনাদেরকে অবশ্যই প্যান কার্ডের জালিয়াতির(Pan Card Scam) হাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। নিচে রইলো প্যান কার্ড জালিয়াতি থেকে বাঁচার ৫টি উপায়।

১.প্যান কার্ড জালিয়াতের হাত থেকে বাঁচার জন্য প্রথম করণীয় হলো আপনার প্যান কার্ড নম্বর এবং জন্ম তারিখ কাউকে জানাবেন না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও আপনার জন্ম তারিখ হাইড করে রাখুন।

২. নিয়মিত সিভিল স্কোর(Civil Score) চেক করুন। কারণ কেউ যদি আপনার প্যান কার্ড ব্যবহার করে কোন ঋণ নিয়ে থাকে, তাহলে সিভিল স্কোর চেক করার মাধ্যমে আপনারা খুব দ্রুত সেটির ব্যাপারে জানতে পারবেন।

৩. প্যান কার্ডের জেরক্স বা ছবি কাউকে পাঠাবেন না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সংস্থার থেকে আমাদের প্যান কার্ডের প্রতিলিপি বা জেরক্স কপি চাওয়া হয়। তবে একান্ত দরকার ছাড়া আপনারা এই ব্যক্তিগত জিনিসটির জেরক্স কপি কোথাও দেবেন না। সরকারি সংস্থা এবং বিশ্বাসযোগ্য সংস্থা হলে তবেই সেখানে আপনার প্যান কার্ডের নম্বর দেবেন।

৪. বিশ্বাসযোগ্য নয় এমন কোন অনলাইন সাইটে আপনাদের ব্যক্তিগত তথ্য, জন্ম তারিখ এবং প্যান কার্ড নম্বর দেবেন না। সেখান থেকে জালিয়াত হওয়ার সম্ভাবনা থাকে।

৫. শুধুমাত্র অনলাইনে নয়, অফলাইনেও কোন জায়গায় আপনাদের প্যান কার্ড নম্বর ব্যবহার করবেন না। সর্বোপরি আপনাদেরকে নিজেদের সচেতন হতে হবে। না হলে জালিয়াতরা খুব সহজেই আপনার ডকুমেন্টকে হাতিয়ার করে অনেক বড় স্ক্যাম করে ফেলতে পারে এবং তার দায় ভবিষ্যতে আপনার ঘাড়েই এসে পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker