বর্তমানে পরিবহনের (Transport) প্রধান যানবাহন হলো ট্রেন। ট্রেন সুলভ, সহজলভ্য ও আরামদায়ক হওয়ায় বেশিরভাগ মানুষ ট্রেনেই যাতায়াত করেন। বহুদিন বহু মানুষ যাতায়াত করলেও ‘Train‘-এই পুরো কথাটির ফুলফর্ম(Train Full Form) জানেন এমন মানুষ বিরল! তাই আজ আমরা Train এর ফুলফর্ম সম্পর্কে জানার চেষ্টা করবো এই প্রতিবেদনের (Article) মাধ্যমে।
প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ট্রেনে। ভারতীয় রেলকে তাই ‘দেশবাসীর লাইফলাইন‘ (Lifeline of Countryman) ও বলা হয়। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক।
দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে রেল। রেলের অপর ভরসা করে প্রতিদিন এত মানুষ তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে গেলেও ‘TRAIN‘ এর Full Form জানেন না অনেকেই। কী তাহলে ‘TRAIN‘ এর FULL FORM?
TRAIN- কথাটির ফুলফর্ম হলো ‘Tourist Railway Association Inc’! জেনারেল নলেজ (General Knowledge) হিসেবে কিন্তু এই জিনিসটি মনে রাখা ভালো। কোনো পরীক্ষায় কিন্তু এসে যেতেই পারে। এমনকি আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেও তাঁদের সাধারণ জ্ঞান (General Knowledge) যাচাই করতে পারেন।
-Written by Riya Ghosh