টাকা-পয়সা

Bank Interest Rates: এপ্রিল মাসে বদলে গেল সমস্ত ব্যাঙ্কের সুদের হার। ব্যাঙ্কে টাকা রাখার আগে জেনে নিন কোন ব্যাঙ্কে সুদ কত?

ব্যাঙ্কে টাকা জমান সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী এবং ধনী ব্যক্তিরাও। ভবিষ্যতের জন্য কমবেশি অঙ্কের টাকা সকলেই জমান তবে কোনো ব্যাঙ্ক সুদের হার (Interest Rates) বেশি দেয় তো কোনো ব্যাঙ্ক কম। যে ব্যাঙ্কে বেশি সুদ পাওয়া যায় সেখানেই বেশিরভাগ মানুষ নিজের কষ্টার্জিত অর্থ জমা করেন।

তবে এই মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে এই সুদের হার প্রতিটি ব্যাঙ্কে বদল হয়েছে। কোনো ব্যাঙ্কে টাকা জমানোর আগে তাই জেনে নেওয়া ভালো যে কোন ব্যাঙ্কে সুদ বেশি পাওয়া যাবে ও কোথায় কম! আসুন জেনে নেওয়া যাক।

Bank Interest Rates Calculator:

ICICI Bank Interest Rates:
ICICI ব্যাঙ্কের একটি নির্দিষ্ট মেয়াদী স্কীম (Scheme) থাকে যার ওপরে ভর করে সুদ দেওয়া হয় ভিন্নরকমের। সাতদিন অর্থাৎ এক সপ্তাহ থেকে শুরু করে ঊনত্রিশ দিনের মেয়াদে নির্দিষ্ট অর্থের ওপর ৩% সুদ দেওয়া হয়। আবার ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদে ৩.৫% হারে সুদ পাওয়া যায়।

১ বছর এবং ১৫ মাসের কম মেয়াদে অর্থ সঞ্চয় করলে ৬.৭% হারে সুদ পাওয়া যাবে এবং ১৫ মাস ও ২ বছরের কম সময়ের মেয়াদে অর্থ সঞ্চয়ে পাবেন ৭.১০% সুদের হার।

২ বছর থেকে শুরু করে ৫ বছর অবধি অর্থ সঞ্চয় করলে ৭% হারে সুদ পাওয়া যাবে।

SBI Bank Interests Rate:
এপ্রিল মাস থেকে এই ব্যাঙ্কের ইন্টারেস্টস অথবা সুদের হার (Interests Rate) খানিকটা বেড়েছে। এই ব্যাঙ্কে অর্থ সঞ্চয় করলে ১ বছর থেকে ২ বছরের কম সময়ের মেয়াদে অর্থ সঞ্চয়ে সুদের হার ৬.৭৫% থেকে বৃদ্ধি পেয়ে ৬.৮০% হয়েছে।

২ বছর থেকে ৩ বছরের কম সময়ের অর্থ সঞ্চয়ে সুদের হার বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। সুদের হার ৬.৭৫% থেকে বৃদ্ধি পেয়ে ৭% হয়েছে।

৩ বছর থেকে ১০ বছরের কম সময়ের অর্থ সঞ্চয়ে সুদের হার ৬.২৫% থেকে বৃদ্ধি পেয়ে ৬.৫০% হয়েছে। বয়স্করা অর্থাৎ Senior Citizen রা ০.২৫ থেকে ০.৫০% পর্যন্ত সুদ পাবেন।

Punjab National Bank Interests Rate:
এই ব্যাঙ্কে অর্থ সঞ্চয়ের মেয়াদ ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত হলে সে ক্ষেত্রে সাড়ে ৩% হারে সুদ দেওয়া হয়। বয়স্করা অর্থাৎ Senior Citizen রা ১ বছর থেকে ২ বছর পর্যন্ত ৭.৫% সুদ পান। সাধারণ নাগরিকরা ৬.৮% সুদ পান।

২ থেকে ৩ বছর মেয়াদের অর্থ বিনিয়োগে (Investment) সাধারণ নাগরিকরা পান ৭% সুদ আর সিনিয়র Citizen রা পান সাড়ে ৭ শতাংশ সুদ।

HDFC Bank Interests Rate:
এই ব্যাঙ্ক ৭ থেকে ২৯ দিনের মেয়াদী অর্থ বিনিয়োগের উপরে ৩% এবং ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদী জমানো অর্থের উপরে সাড়ে ৩% সুদ দেয়।

১ বছর এবং ১৫ মাসের কম সময়ের মেয়াদের জমানো অর্থে ৬.৬% হারে সুদ দেয়। ১৫ মাস এবং ২ বছরের কম সময়ের জমানো সঞ্চয়ে ৭.১০% সুদ দেওয়া হয়। ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে জমানো অর্থতে ৭% হারে সুদ দেওয়া হয়।

Post Office MIS Interests Rate:
Post office এও এপ্রিল মাস থেকে সঞ্চয় অর্থের সুদের হারে বদল আসছে। MIS প্রকল্পে ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাস অবধি সুদের হার ৭.১% ছিলো।

পোস্ট অফিস MIS ৫ বছরের জন্য খোলা হয়ে থাকে। যদি ৩ বছরের পর এবং ৫ বছরের আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে ১% জরিমানা দিতে হবে।

এবারের বাজেট (Budget) অনুযায়ী এই প্রকল্পে একক একাউন্টের (Single Account) ক্ষেত্রে ৪.৫ লক্ষ টাকা বাড়িয়ে বিনিয়োগের উর্ধ্বসীমার ৯ লক্ষ টাকা করা হয়েছে। আবার জয়েন্ট একাউন্ট(Joint Account)- এর ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে। এটি আগে ছিল ৯ লক্ষ টাকা। MIS প্রকল্পে বিনিয়োগকারীরা (Investors) প্রতি মাসেই সুদের টাকা পেয়ে থাকেন।

এপ্রিল মাস থেকে পোস্ট অফিসের ক্ষেত্রেও বদল এসেছে আর সুদের হার বেড়েছে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker