খবর

April Month Ration in West Bengal: এপ্রিল মাসের রেশন সামগ্রীতে এলো পরিবর্তন, রমজান মাস উপলক্ষে কী কী পেতে চলেছেন দেখে নিন।

পবিত্র রমজান মাস চলছে। এই রমজান মাসে (Ramadan Month) গ্রাহকদের জন্য সামগ্রীতে বেশ কিছু বদল আনলো পশ্চিমবঙ্গের রেশন পরিষেবাতে। রেশনে এবার ছোলা, ময়দা ও চিনি অতিরিক্ত পরিমাণে বরাদ্দ হয়েছে। পাওয়া যাবে অতিরিক্ত চাল-ডালও। তবে কোন কার্ডে কতটা পরিমাণে সামগ্রী পাবেন তা জানতে চাইলে প্রতিবেদনটি ভালো ভাবে পড়ুন।

বিগত করোনার সময় থেকেই কেন্দ্রীয় সরকার (Central Government) বিনামূল্যে রেশন (Free Ration) সরবরাহ করে আসছে হাজার হাজার পরিবারের। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প আগামী বছরের অর্থাৎ ২০২৪ এর মার্চ মাস অবধি চালু থাকবে। তবে সব কার্ডে সমান পরিমাণ শস্যসামগ্রী বিতরণ করা হয়না। কে কোন কার্ডে কতখানি সামগ্রী পাবেন তা জেনে নেওয়া দরকার।

পশ্চিমবঙ্গে প্রধানত পাঁচ ধরনের কার্ড আছে যেগুলি হলো-
i) AAY
ii) SPHH
iii) PHH
iv) RSKY-1
v) RSKY-2

এবার দেখা যাক যে কার্ড অনুযায়ী কে কতটা সামগ্রী পাবেন:
১) AAY বা ‘Antyodyay Anna Yogona’ রেশন কার্ড ব্যবহারকারীরা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ২১ কেজি চাল ও ১৩ কেজি ৩০০ আটা বা ১৪ কেজি গম। আবার তাঁরা চাইলে এর সাথেই ১৩.৫০ টাকা দিয়ে রেশন থেকে এককেজি চিনিও কিনতে পারবেন।

২) SPHH রেশন কার্ড ব্যবহার যাঁরা করেন তাঁরা এবার থেকে প্রতিমাসে বিনামূল্যে ৩ কেজি করে চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম পাবেন।

৩) PHH রেশন কার্ড ব্যবহারকারীরা এবার থেকে প্রতিমাসে বিনামূল্যে ৩ কেজি করে চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম পাবেন।

৪) RKSY-I রেশন কার্ড ব্যবহার করছেন এমন গ্রাহকেরা এপ্রিল মাসে ২ কেজি চাল ও ৩ কেজি গম পাবেন। যদি কোনো কারণে গম না দেওয়া যায় তবে সমপরিমাণ চাল দিয়ে দেওয়া হবে।

৫) RKSY-II রেশন কার্ডধারীরা প্রতিমাসে ১ কেজি চাল ও ১ কেজি গম পাবেন। গম দিতে অপারক হলে সমপরিমাণ চাল দিয়ে দেওয়া হবে।

কোনো রেশন দোকানের ডিলার যদি প্রাপ্য রেশন গ্রাহকদের না দেয় তবে তাঁর বিরুদ্ধে ১৯৬৭ অথবা ১৮০০৩৪৫৫৫০৫- এই নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়াও ৯৯০৩০৫৫৫০৫- এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker