অন্যান্য

PAN Card: প্যান কার্ড কী? এর ব্যবহার কী? জেনে নিন প্যান কার্ডের সম্পর্কে সকল তথ্য।

এখনকার দিনে প্যান কার্ডের (Pan Card) নাম জানেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু এই প্যান কার্ড কি? কি এর ব্যবহার? কিভাবেই বা ব্যবহার হয় তা জানেন না অনেকেই। আজ আমরা তাই আপনাদের এই প্রতিবেদন(Article) মারফত প্যান কার্ড সম্বন্ধীয় সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করবো। পুরোটা পড়ুন।

প্রথমেই যে তথ্যটি জানা দরকার সেটি হলো যে প্যান কার্ড কি? আসুন জানা যাক:
i) প্যান কার্ড (Pan Card) হলো এমন একটি কার্ড যা আয়কর বা আয়কর দ্বারা জারি করা সমস্ত ভারতীয় নাগরিকদের একটি সচিত্র পরিচয় পত্র(ID with Photograph)।
ii) ভারতের মধ্যে যেকোনো রকমের টাকার লেনদেনের ব্যাপারে বা ট্যাক্স (Tax) সম্পর্কিত যেকোনো কাজ সম্পন্ন করতে এই কার্ড লাগে।
iii) বর্তমানে তো ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্ট (Bank Account) খুলতেও প্যান কার্ড (Pan Card) আবশ্যিক করে দেওয়া হয়েছে।

এই প্যান কার্ডে ১০অঙ্কের সংখ্যা লেখা থাকে যার দ্বারা সমস্ত ব্যক্তির আর্থিক লেনদেনের সমস্ত যাবতীয় বিবরণ ‘আয়কর বিভাগে'(Income Tax Department)সঞ্চিত থাকে।

PAN কার্ডের পুরো নাম কি:
PAN এর পুরো নাম হলো Permanent Account Number অর্থাৎ এই আপনার অ্যাকাউন্টের সঙ্গে সংযোজিত একটি চিরস্থায়ী নম্বর।

প্যান কার্ড বানাতে কি কি তথ্য বা ডকুমেন্ট (Document) লাগে? আসুন সবিস্তারে জানি:

  • i) কোনো ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র স্বরূপ তথ্য:
    আধার কার্ড(Aadhaar Card)/ভোটার কার্ড(Voter Card)/ড্রাইভিং লাইসেন্স(Driving License)/রেশন কার্ড/পাসপোর্ট(Passport)।
  • ii) কোনো ব্যক্তির ঠিকানার প্রমাণপত্র স্বরূপ তথ্য:
    আধার কার্ড(Aadhaar Card)/ভোটার কার্ড(Voter Card)/ড্রাইভিং লাইসেন্স(Driving License)/পোস্ট অফিসের বই/পাসপোর্ট(Passport)।
  • iii) একজন ব্যক্তির জন্মের প্রমাণপত্র স্বরুপ তথ্য:
    আধার কার্ড(Aadhaar Card)/ভোটার কার্ড(Voter Card)/ড্রাইভিং লাইসেন্স(Driving License)/পাসপোর্ট(Passport)/বার্থ সার্টিফিকেট(Birth Certificate)/মাধ্যমিকের অ্যাডমিট কার্ড(Admit Card of Madhyamik Exam)।

প্যান কার্ড (Pan Card) তো বানিয়ে ফেললেন। কিন্তু এই কার্ডের প্রয়োজনীয়তা জানেন কি? না জানলে জেনে নিন।

প্যান কার্ডের প্রয়োজনীয়তা:
i) প্যান কার্ড ছাড়া আপনি কোনোরকম আর্থিক লেনদেন (Money Transfer) করতে সক্ষম হবেন না।
ii) আর্থিক তছরূপ বা আর্থিক কেলেঙ্কারিতে রাশ টানতেই এই কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার।
iii) প্যান কার্ডের দ্বারা আপনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা(Security), ব্যাঙ্কে নগদ অর্থ জমা ও স্থাবর সম্পত্তি হস্তান্তর, ক্রয়-বিক্রয়ের সমস্ত তথ্য নিয়ে সরকারের কাছে দায়বদ্ধ থাকতে পারবেন।
iv) যাঁরা অনলাইন পেমেন্ট (Online Payment) এর পক্ষপাতী তাঁরাও প্যান কার্ড না থাকলে সেই কাজটি করার ক্ষেত্রে সমস্যা পেতে পারেন।

সাধারণ মানুষ প্যান কার্ড কিভাবে ব্যবহার করতে পারেন:
প্যান কার্ড যে ভীষণ দরকারি একটি বিষয়, তা এতক্ষনে নিশ্চয় সবাই বুঝে গেছেন। এবার এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা যাক।

a) প্যান কার্ড ব্যবহার না করলে আপনি ব্যাঙ্ক থেকে একদিনে একসঙ্গে ৫০হাজার বা তার বেশি অঙ্কের টাকা তুলতে পারবেন না।
b) অনেকেই আমরা রেস্টুরেন্টে (Restaurant) গিয়ে বিভিন্ন খাবার খেতে ভালোবাসি। এই যত খুশি খেতে গিয়ে যদি আপনার খাবারের বিল ২৫হাজার বা তার বেশি হয়ে গিয়ে থাকে তখন কিন্তু বিল মেটাতে প্যান কার্ড লাগবে আপনার।
c) আয়কর (Income Tax) বা আয়কর সম্বন্ধীয় সমস্ত ক্ষেত্রে পান বাধ্যতামূলক।
d) ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট (New Bank Account) খুলতে প্যান কার্ড লাগবেই।
e) জীবন বীমা (Life Insurance) আছে আপনার? একসাথে ৫০হাজার বা তার বেশি টাকা জমা দিতে হবে? প্যান কার্ড ব্যতীত সেই কাজ আপনি করতে পারবেন না।
f) শুধু ব্যাঙ্কে টাকা লেনদেন নয়, শেয়ার মার্কেট (Share Market) বা স্টক মার্কেটে (Stock Market) ৫০হাজার বা তার বেশি অঙ্কের অর্থ লেনদেন করতে হবে প্যান কার্ড লাগবে।
g) ডেবিট বা ক্রেডিট কার্ড (Debit Or Credit Card) ব্যবহার করতে চান? প্যান কার্ড কিন্তু লাগবেই।
h) এতক্ষণে এটা নিশ্চয় আপনাদের কাছে পরিষ্কার যে মোটা অঙ্কের টাকা লেনদেন মানেই লাগবে প্যান কার্ড! চেক (Cheques) মারফত ৫০হাজার বা তার বেশি টাকার লেনদেন হলেও কিন্তু নিয়ম একই।
i) আপনার নিজস্ব স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, ক্রয় ও বিক্রয়েও কিন্তু প্যান কার্ড বাধ্যতামূলক।

প্রসঙ্গত জানিয়ে রাখি যে, এই মুহূর্তে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Pan Card Link with Aadhaar Card) করানোর কাজ চলছে পুরোদমে। প্রধানত দুর্নীতি দমন করতেই এই চেষ্টা। ৩১শে মার্চ অবধি সময়। এখনো যদি লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে সত্বর করিয়ে নিন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker