সরকারি প্রকল্প

Duare Sarkar 2023: শুরু হলো দুয়ারে সরকার প্রকল্প, মিলবে এই ৪টি নতুন প্রকল্প

আজ থেকে পুনরায় শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের (Duare Sarkar Prakalpa) কর্মসূচি। এই কর্মসূচি চলবে ২০শে এপ্রিল পর্যন্ত। প্রথম দশদিন আবেদন করতে পারবেন ও শেষের দশদিন পরিষেবা প্রাপ্তি ঘটবে। কি কি পরিষেবা পেতে চলেছেন, কি কি থাকবে নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে হলে শেষ অবধি পড়ুন এই প্রতিবেদনটি।

ষষ্ঠ দফার এই কর্মসূচিতে আপনি মোট ৩৩টি পরিষেবা পেতে চলেছেন। সমস্তকিছু তদারকি করবেন ৪৪জন সিনিয়র IPS অফিসার(Senior IPS Officer)।

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে শুরু হচ্ছে এই কর্মসূচি এবং এই কর্মসূচিতে কন্যাশ্রী(Kanyashree), যুবশ্রী(Yubashree), লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar), খাদ্যসাথী(Khadya Sathi), স্বাস্থ্যসাথী(Swastha Sathi), জাতিগত শংসাপত্রের (Caste Certificate) মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, OBC-দের স্কলারশিপ (Scholarship) দেওয়ার প্রকল্প মেধাশ্রী(Medhashree), মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই চারটি নতুন প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে।

এছাড়াও থাকছে কন্ট্রোল রুম (Control Room) এবং হেল্পলাইন নম্বর(Helpline Number)। কোনো গ্রাহকের অভিযোগ থাকলে তিনি ‘কমপ্লেইন বক্সে’ (Complain Box) অভিযোগ জানাতে পারবেন। থাকছে নানারকম সুবিধা এবং একই ছাদের তলায় ভিন্ন প্রকল্প কার্যকরী হবে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandhopadhyay) সম্প্রতি জানান যে,”দুয়ারে সরকারের মাধ্যমে ৯০ শতাংশ মানুষের হাতে কোনও না কোনও পরিষেবা তুলে দিতে পেরেছি। তারপরেও হয়ত কোনওটা আটকে আছে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন, হয়ত ব্যাঙ্কের নম্বরটা ভুল হয়েছে বা কন্যাশ্রীর টাকা পৌঁছয়নি।

দিদির সুরক্ষা কবচে যাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ২ লক্ষ আবেদন পেয়েছি। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতে পারেন, কন্যাশ্রী সহ বাকি যা যা পরিষেবা পাওয়া যায় তা দুয়ারে সরকারে পাওয়া যাবে।

এবার বুথে বুথে হবে দুয়ারে সরকার। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দুয়ার সরকারের ক্যাম্প করা হবে। এবার আর ব্লকে নয়, বুথে বুথে ঘরের সামনে ক্যাম্প হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker