WB TET: শুধু টেট পাশ করলেই মিলবে না চাকরি, দিতে হবে সুপারটেট; নতুন নিয়মের পথে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এতদিন পর্যন্ত প্রাথমিকে শিক্ষক নিয়োগের পদ্ধতি ছিল প্রথমে টেট পরীক্ষায় (TET Exam) উত্তীর্ণ হতে হবে, তারপর ইন্টারভিউতে বসার সুযোগ মিলবে। ইন্টারভিউতে পাশ করলেই শিক্ষক হিসেবে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।
তবে এই নিয়ম বদলাতে চলেছে খুব শীঘ্রই। গত বছর টেট পরীক্ষায় পাস করেছেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Department) পক্ষ থেকে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। এজন্যই টেট পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা কমাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপারটেটের(Super TET)।
টেট পরীক্ষার পর সুপারটেট পরীক্ষার (Super TET Exam 2023) মাধ্যমে প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করার চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা। শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের কথায় প্রাথমিক আলোচনার শেষে নতুন একটি শব্দ উঠে এসেছে, যেটি হলো সুপারটেট। তবে জেনে অবাক হবেন যে, এমন পদ্ধতি এই রাজ্যেই প্রথম নয়, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে এমন পরীক্ষার চল আছে।
পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষায় প্রায় দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং নিয়ম অনুযায়ী প্রত্যেকের ইন্টারভিউ (Primary TET Interview) নেবার কথা। বর্তমানে রাজ্যে ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। তারই মধ্যে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া পর্ষদের পক্ষে সম্ভব নয়।
বর্তমানে প্রায় ৪০ হাজার প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে নিয়োগ করা হবে ১১ হাজার এবং বাকি থেকে যাচ্ছেন ৩০ হাজার প্রার্থী। তারই সাথে ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা যুক্ত হচ্ছেন প্রায় দেড় লক্ষ। সবমিলিয়ে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য প্রায় এক লক্ষ আশি হাজার প্রার্থী যোগ্য।
2014 এবং 2017 সালের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রায় ছয় মাসেরও বেশি সময় লেগে যাচ্ছে। সেই হিসেবে বাকি প্রার্থী অর্থাৎ এক লক্ষ আশি হাজার প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া করতে পর্ষদের দেড় বছরেরও বেশি সময় লেগে যাবে। এই কারণেই প্রার্থীদের সংখ্যা কমাতে সুপারটেটের চিন্তাভাবনা করা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে।