চাকরির-খবর

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরির সুযোগ! মাসের শেষে পাবেন মোটা টাকার বেতন, জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। Airport Authority of India অর্থাৎ AAI নিয়ে এসেছে দারুণ এক চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদের জন্য হবে নিয়োগ। মাস গেলে পাবেন মোটা টাকার মাইনে। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (AAI Recruitment)

পদের নাম:

i) Junior Assistant (Office)
ii) Junior Assistant (Accounts)
iii) Junior Executive (Common Cadre)
iv) Junior Executive (Finance)
v) Junior Executive (Fire Service)
vi) Junior Executive (Law)

শূন্যপদ:

i) Junior Assistant (Office) – 9
ii) Senior Assistant (Accounts) – 9
iii) Junior Executive (Common Cadre) – 237
iv) Junior Executive (Finance) – 66
v) Junior Executive (Fire Service) – 3
vi) Junior Executive (Law) – 18

যোগ্যতা:

i) Junior Assistant (Office):
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ (Graduation Pass) হতে হবে।

ii) Junior Assistant (Accounts):
a) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক (Graduation) ডিগ্রি থাকতে হবে এবং B.Com থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
b) এছাড়াও Financial Statement তৈরির ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

iii) Junior Executive (Common Cadre):
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।

iv) Junior Executive (Finance):
a) ইচ্ছুক প্রার্থীদের B.Com এর সাথে ICWA/CA/MBA তে দুবছরের কোর্স করা থাকতে হবে।
b) প্রার্থীদের Finance সম্পর্কে বিশেষ দক্ষতা (Special Ability) থাকা আবশ্যিক।

v) Junior Executive (Fire Service):
প্রার্থীদের আবেদনের জন্য Engineering/Technology তে Bachelor Degree প্রাপ্ত হতে হবে।

vi) Junior Executive (Law):
a) প্রার্থীদের Law বিষয়ে Graduated হবার সাথে সাথে তিন বছরের Regular Cource অথবা দ্বাদশ শ্রেণীর পরে Integrated Regular Course করে থাকতে হবে।
b) এছাড়াও Council of India তে Advocate হিসেবে প্রার্থীর নাম যেনো নথিভুক্ত (Enlisted) থাকে।

বয়সসীমা:

i) Junior এবং Senior Assistant: আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে।
ii) Junior Executive: আবেদনকারী প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

  • Junior Executive: এই পদে নিযুক্ত প্রার্থীদের আনুমানিক বার্ষিক আয় হবে 13 লাখ টাকা।
  • Senior Assistant: এই পদে নিযুক্ত প্রার্থীদের আনুমানিক বার্ষিক আয় হবে 11 লাখ 50 হাজার টাকা।
  • Junior Assistant: এই পদে নিযুক্তদের আনুমানিক বার্ষিক বেতন হবে এবং 10 লাখ টাকা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি:

i) Unreserved Category: 1000/- টাকা
ii) Reserved Category ভুক্ত প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবেনা।

নির্বাচন পদ্ধতি:

i) প্রাথমিকভাবে Qualification অনুযায়ী নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে।
ii) এরপরে Online Exam এবং Computer Test এর মাধ্যমে নিয়োগ করা হবে।
iii) এছাড়াও Document Verification, Computer Literacy Test/Physical Test/Physically Ability Test এরও নেওয়া হবে পরীক্ষা।

পরীক্ষার তারিখ:

পরীক্ষার দিনক্ষণ পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আবেদন শুরু:

ইতিমধ্যেই গত 5 আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

আবেদন শেষ:

আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদন জমা করতে পারবেন।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker