টেকনোলজি

Driving License: ড্রাইভিং লাইসেন্স বানানো নিয়ে নেই আর কোনো ঝক্কি! বাড়ি বসেই এবার পাবেন আপনার লাইসেন্স, পাঠাবে পরিবহন দপ্তর।

এতদিন ড্রাইভিং লাইসেন্স (Driving License) বানানো নিয়ে অনেক ঝক্কি পোহাতে হতো গ্রাহককে। কিন্তু চলতি বছরের জুন মাস থেকে হতে চলেছে এই সমস্যার অবসান। এবার থেকে আর ঝক্কি নয় বরং আপনার ড্রাইভিং লাইসেন্স বানানো হয়ে গেলেই সেটি পরিবহন দপ্তর নিজে আপনাকে পাঠিয়ে দেবে আপনার বাড়িতে। বিস্তারিত ভাবে জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

রাজ্য সরকারের সিদ্ধান্তে চলতি বছরের জুন মাস থেকেই ড্রাইভিং লাইসেন্স যাবে আবেদনকারীর বাড়িতে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি বেসরকারি সংস্থার (Private Company) সাহায্য নিচ্ছে পরিবহণ দফতর। কেনো এই বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে, তার ব্যাপারে বিস্তারিত জানানো হলো:

এই বেসরকারি সংস্থা (Private Company) এবার থেকে এটিএম কার্ডের (ATM Card) আকারের ড্রাইভিং লাইসেন্সে ডেটা ট্রান্সফার (Data Transfer) করবে, একটি চিপ (Memory Card) এবং একটি QR কোডের মাধ্যমে। এটি গ্রাহকের তথ্য সঠিক ভাবে বিশ্লেষণ করবে এবং প্রার্থীর ঠিকানায় ডেলিভারির (Delivery) জন্য ডাক বিভাগের (Bharatiya Daak Bibhaag) কাছে পাঠিয়ে দেবে৷

এছাড়াও, জানা যাচ্ছে যে, পরিবহণ দফতরের বেলতলাতে অবস্থিত আঞ্চলিক অফিসটিতে প্রায় ১০ হাজার ড্রাইভিং লাইসেন্স (Driving License) এবং আরসি (RC) ছাপানো হবে এবং প্রত্যেকটিতেই থাকবে একটি চিপ (Memory Card) এবং একটি কিউআর কোড(QR Code)। ড্রাইভিং লাইসেন্সের (Driving Licence) চিপে তার মালিকের সমস্ত জরুরি তথ্য (Important Document) যেমন তাঁর নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, তারিখ এবং লাইসেন্স দেওয়ার স্থান ইত্যাদি অন্যান্য তথ্য থাকবে।

চিপ এবং কিউআর (Memory Card and QR Code) কোড শুধুমাত্র লাইসেন্সের মালিক (Owner of the License) সম্পর্কে জরুরি তথ্যই দেখাবে। এছাড়াও কার্ডটি আসল নাকি নকল (Original or Fake) তা খুঁজে বের করতেও সাহায্য করবে। সূত্র অনুযায়ী জানা গেছে যে, একজন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী লাইসেন্সের অবস্থা সম্পর্কে এসএমএস(SMS)-এর মাধ্যমে সমস্ত আপডেট পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গাড়ির মালিকের ঠিকানায় একই পদ্ধতিতে গাড়ির নিবন্ধন শংসাপত্র (Certificate) পাঠিয়ে দেওয়া হবে মাত্র ২০০ টাকা মূল্যের বিনিময়ে। পরিবহন বিভাগ স্পিড পোস্টে এই কার্ডগুলি সরবরাহ করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনে ইন্ডিয়া পোস্টের (Indian Post) সঙ্গে একটি চুক্তি (Contract) করেছে। ড্রাইভিং লাইসেন্স (Driving License) এক সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে এবং এটি সংগ্রহ করার জন্য একজন আবেদনকারীকে আর আঞ্চলিক পরিবহন অফিসে যেতে হবে না। এ বার বাড়িতে বসে বসেই কোনো ঝক্কি ছাড়াই পেয়ে যাবেন গ্রাহক নিজের ড্রাইভিং লাইসেন্স। (You will get driving license at your door step)

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker