শিক্ষার খবর

NUJS Admission 2023: রাজ্যের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। জানুন বিস্তারিত।

সম্প্রতি প্রকাশিত হয়েছে বিভিন্ন বোর্ডের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকল ছাত্রছাত্রী এখন ব্যস্ত শিক্ষার পথে এর পরের পদক্ষেপ নিতে। তবে গতে বাঁধা শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের মধ্যে এখন দেখা যাচ্ছে অন্যান্য নতুন নতুন ক্ষেত্রে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।

কৃতী শিক্ষার্থীদের দেওয়া সংবাদ মাধ্যমের ইন্টারভিউতেও (Interview) আমরা দেখেছি যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার (Doctor or Engineer) নয় বরং ছাত্রছাত্রীরা কেউ হতে চায় বিজ্ঞানী (Scientist) হতে, কেউ হতে চেয়েছেন মহাকাশবিজ্ঞানী(Space Scientist), কেউ চেয়েছেন ভবিষ্যতে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের আধিকারিক পদে চাকরি করতে। অনেকে আবার ফরেন্সিক বিদ্যা নিয়েও অগ্রসর হতে চান।

এইসব ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের নামী কলেজ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস(West Bengal National University of Juridical Science)-এ শুরু হয়েছে স্নাতক স্তরের (Graduation) ভর্তি প্রক্রিয়া এবং তাতে রয়েছে ফরেন্সিক সায়েন্সের (Forensic Science) মত বিশেষ বিষয়টিও। শুধু স্নাতক স্তরে নয় বরং স্নাতকোত্তর পর্যায়ে যাবারও সুযোগ রয়েছে। ভর্তি সংক্রান্ত এই বিষয়টির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির তরফে ইতিমধ্যেই। (NUJS Kolkata Admission Update)

এই কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যে এই বিষয়ে ভালোভাবে দক্ষতা বৃদ্ধি করলে শিক্ষার্থীরা এরপর ক্রিমিনাল কোর্ট, ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন (Criminal Court, Criminal Justice Administration) এমনকি সংশোধানাগারেও চাকরি করতে পারেন। এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির তরফে। এই কোর্সের বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম প্রতিবেদনটি দ্বারা।

কোর্সের নাম:
Bsc LLB Honours Programme

কোর্সটির মেয়াদ:
মোট ৫ বছর

মাধ্যম:
ইংরেজি।

প্রয়োজনীয় যোগ্যতা:
i) যেসকল সাধারণ ক্যাট্যাগরীভুক্ত (General Category) প্রার্থী আবেদন করতে চাইবেন তাঁদের অবশ্যই দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে নূন্যতম ৫০% নম্বর পেতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) সকল প্রার্থীকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নূন্যতম ৪৫% নম্বর পেতে হবে।
iii) যাঁরা এখনো উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন নি কিন্তু দিতে যাচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

ভর্তির ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। সেগুলি হলো:

ভর্তির শর্ত:
i) ২০২২-এর ডিসেম্বরের ক্ল্যাট (কমন ল অ্যাডমিশন টেস্ট)-এ প্রাপ্ত নম্বর এবং নম্বর দেখা হবে।
ii) যেসব আবেদনকারী উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় পড়েছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

মোট আসন সংখ্যা:
৬৪টি।

স্নাতকোত্তর স্তরের কোর্সে যাঁরা ভর্তি হতে চান তাঁদের ক্ষেত্রে তথ্য একটু আলাদা। আসুন জানা যাক বিস্তারিত।

কোর্সের নাম:
Msc in Forensic Science

কোর্সটির মেয়াদ:
কোর্সটি চলবে ২ বছর ধরে।

প্রয়োজনীয় যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Chemistry/Biochemistry/Biotechnology/Microbiology/Anthropology/Computer Science/Physics/Botany/Mathematics/Forensic Science/Zoology -তে Hons বা Pass এ Bsc/Bsc.LLB অথবা সমমানের কোনো ডিগ্রি থাকতে হবে।
ii) নূন্যতম ৫৫% নম্বর থাকতে হবে ডিগ্রিগুলিতে।
iii) যাঁরা স্নাতকের চূড়ান্ত সেমেস্টারের (Final Semester) পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

মোট আসন সংখ্যা:
৩০টি।

এক্ষেত্রেও ভর্তির কিছু শর্ত বর্তমান। সেগুলি হলো:

i) কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ(Written Exam and Interview), দুইই দিতে হবে এবং সেখানে প্রাপ্ত নম্বর থেকেই যোগ্য পড়ুয়া নির্বাচিত হবে।
ii) মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষা (Written Exam) নেওয়া হবে যা চলবে দুই ঘন্টা ধরে।

পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:
দুটি কোর্সের ভর্তির ক্ষেত্রেই আবেদন পদ্ধতি একই।
i) আবেদন করা হবে অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড (Download) করে তা পূরণ করতে হবে।
iii) পূরণ করা হলে সেই আবেদনপত্রটি পাঠাবে হবে প্রতিষ্ঠানের রেজিস্ট্রারের উদ্দেশে।

আবেদন মূল্য:
দুই ক্ষেত্রেই আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ২০০০/- টাকা।

আবেদনের শেষ তারিখ:
আগামী ২৬ শে জুন, ২০২৩ সাল।

ভর্তি সংক্রান্ত আরো তথ্য বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) চেক করতে পারেন।

Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker