টেকনোলজি

PVC Aadhaar Card: আধার কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকলে সহজেই বানিয়ে ফেলুন এই PVC আধার কার্ড! জানুন বিস্তারিত।

আধার কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ একটি নথি(Very Important Document)। এটি আপনার মূল পরিচয়পত্রগুলির মধ্যে একটি বলতে পারেন। যেকোনো ধরনের দরকারে যেমন জন্ম থেকে মৃত্যু, পড়াশোনা, সরকারি প্রকল্পের অনুদান, এমনকি পরীক্ষার ফর্মফিলাপ বা চাকরির পরীক্ষার ফর্মফিলাপ করতেও আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন পরে।

আধার কার্ডের সঙ্গে বর্তমানে ভোটার, রেশন এমনকি প্যান কার্ডেরও লিঙ্ক করানো হয়েছে। সুতরাং এর প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। এহেন অবস্থায় যদি আপনার এই দরকারি নথিটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়? কী করবেন তখন? উত্তর হলো PVC Aadhaar Card! ভাবছেন তো যে সেটা আবার কি? আসুন বিস্তারিত বলি।

PVC Aadhaar Card কী এবং কোন কাজে লাগে?
প্রথমেই জেনে রাখুন যে PVC Aadhaar Card এর পুরো নাম হলো:
Polyvinyl Chloride Aadhaar Card!
কিন্তু এই কার্ডটি কিভাবে আধার কার্ড হারিয়ে বা নষ্ট হলে সাহায্য করতে পারে এই প্রশ্ন এসেই যায়। বিস্তারে জানাই। এই PVC আধার কার্ড হলো আধার কার্ডেরই (Aadhaar Card) আরেকটি সংস্করণ যার তৈরির উপাদান আলাদা। অন্য উপাদানে তৈরির জন্য এটি দেখতে অনেক বেশি স্মার্টও।

অনেকটাই প্যান কার্ড বা ডেবিট কার্ডের (PAN Card or Debit Card) মত দেখতে হয় এই PVC Aadhaar Card টিকে। এই কার্ডটি নষ্ট হবার সম্ভাবনা থাকেনা। রোদ বা বৃষ্টি, কোনোকিছুই এর ক্ষতি করতে পারেনা। শুধু নষ্ট হবার ভয় কম তাই নয় বরং আপনার আধার কার্ড হারিয়ে গেলেও আপনি নিজের থেকেই আবেদন করলেই এই সুন্দর PVC Aadhaar Card টি পেয়ে যাবেন।

কিভাবে পাবেন এই PVC Aadhaar Card টি?
i) আপনার যদি আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে দেরি না করে সত্ত্বর আপনার নিকটবর্তী থানায় গিয়ে GD করুন।
ii) তবে হ্যাঁ আপনার আধার কার্ডের নম্বরটি যদি আপনি মনে রাখেন বা কোথাও টুকে রাখেন তাহলে থানাতে গিয়ে GD করতে হবে না।
iii) GD করে থাকলে পরবর্তী স্টেপ পুলিশ নেবে এবং যদি GD না করে থাকেন তাহলে বাড়িতে বসেই বানিয়ে নিতে পারেন নতুন এই PVC Aadhaar Card!

কিভাবে পাবেন? জানা যাক।

কিভাবে বাড়িতে বসেই পেতে পারেন PVC Aadhaar Card?
এক্ষেত্রে সবার প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে মাত্র ৫০ টাকা মূল্যের বিনিময়ে কাজটি করতে পারবেন। কিভাবে? বিস্তারিত জানা যাক! (How to Get PVC Aadhaar Card?)

  • i) সবার প্রথমে https://uidai.gov.in/en/ এ ওয়েবসাইটে (Website) ঢুকুন।
  • ii) এবার ওয়েবসাইটে (Website) গিয়ে My Aadhaar অপশনে যান।
  • iii) এবার সেখান থেকে Order Aadhaar PVC Card অপশনে ক্লিক (Click on Option) করুন।
  • iv) এবারে আপনার ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার আধার ভার্চুয়াল আইডি (Virtual ID) বা ২৮ সংখ্যার আধার এনরোলমেন্ট নম্বরটি (Enrollment Number) বসান।
  • v) স্ক্রিনে একটি ক্যাপচা (Captcha) আসবে দেখবেন। ক্যাপচা কোড‌টিও (Captcha Code) সঠিকভাবে পূরণ করুন।
  • vi) এরপর Send OTP অপশনে ক্লিক করুন।
  • vii) আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেখানে একটি OTP jabe, সেটি এখানে বসান এবার।
  • viii) এবার PVC আধার কার্ড দেখতে কেমন হবে তার প্রিভিউ (Preview) আপনার সামনে আসবে। সেটা ভাল করে দেখে নিন।
  • xi) এরপর পেমেন্ট (Payment) করার জন্য অপশন আসবে আপনার কাছে। নিয়মমাফিক ৫০ টাকা পেমেন্ট (Payment) করুন।
  • x) এরপরে আপনার কাছে আসবে একটি Receipt, পরে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন সেটি।
  • xi) পেমেন্ট করার পরে Payment Successful দেখালে বুঝবেন যে আপনার PVC Aadhaar Card এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন (Registration Complete) হয়েছে।
  • xii) আবেদন করার ৫দিনের মধ্যে UIDAI Authority আপনার PVC Aadhaar Card প্রিন্ট করিয়ে ভারতীয় ডাক বিভাগে (Indian Daak Department) পাঠাবেন।
  • xiii) সেখান থেকে কমপক্ষে ১৫ দিনের মধ্যেই আপনার নতুন PVC Aadhaar Card টি আপনার হাতে পৌঁছে যাবে।

আপনি চাইলে অফলাইনেও (Offline) আবেদন করতে পারেন PVC Aadhaar Card এর জন্য। তার জন্য আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seba Kendra) গিয়ে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আপনার আধার কার্ডের মধ্যে যেমন আপনার ছবি, QR Code, আপনার জন্ম তারিখ ইত্যাদি যেমন থাকে ঠিক তেমন ভাবেই এই পিভিসি আধার কার্ডেও (PVC Aadhaar Card) আপনার সব তথ্য থাকবে।
উপরি পাওনা হিসেবে হলোগ্রাম (Hologram) লাগানো থাকবে।

আধার কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে যেমন আপনি এই PVC Aadhaar Card বানিয়ে নিতে পারেন ঠিক তেমনি আপনার কাছে ঠিকঠাক আধার কার্ড থাকা সত্বেও এই কার্ডটি বানিয়ে রাখতে পারবেন। এটি সম্পূর্ণ বৈধ(Valid)।

তবে হ্যাঁ, মনে রাখবেন যে এই PVC Aadhaar Card শুধুমাত্র UIDAI এর ওয়েবসাইটেই পাওয়া যায়। কোনো জালিয়াতির (Fraud) ফাঁদে পরবেন না। অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না এবং বিশ্বাসযোগ্য না মনে হলে (Not Trustable) আধার নম্বরটিও (Aadhaar Card Number) বলবেন না।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker