টেকনোলজি

YouTube Earning: ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে দারুণ খবর। আসছে প্রচুর আপডেট, জানুন বিস্তারিত।

YouTube হলো বর্তমানে এক জনপ্রিয় মাধ্যম যেখানে সারাদিন পরে মানুষ একটু Entertainment খোঁজে। আজকাল বেশিরভাগ মানুষই YouTube এর মাধ্যমে রোজগারের রাস্তা (Earning Ways) খুঁজছে। বর্তমানে খুব ভালো রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছে এই YouTube! বিভিন্ন ধরনের Content Creator রা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন আমাদের একটু আনন্দ দিয়ে অর্থ উপার্জন করে স্বনির্ভর (Self Dependent) হবার। এবার তাদের জন্য YouTube নিয়ে এলো দারুণ সুখবর। কী সেই খবর? আসুন জানা যাক।

i) মাত্র ৫০০ জন সাবস্ক্রাইবার (500 Subscriber) থাকলেই আয়ের সুযোগ:
এবার থেকে মাত্র ৫০০ জন সাবস্ক্রাইবার (500 Subscriber) থাকলেই আয়ের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি YouTube কর্তৃপক্ষের তরফ থেকে এই নয়া নিয়মের কথা ঘোষণা করা হয়।

এতদিন নিয়ম ছিল যে একজন Content Creator এর অন্তত ১০০০ জন সাবস্ক্রাইবার (1000 Subscriber) থাকতেই হবে অর্থ উপার্জনের (Earning) জন্য। কিন্তু এবার Creater দের সুবিধার্থে এই সংখ্যা ৫০০ জন সাবস্ক্রাইবারে (500 Subscriber) কমিয়ে আনা হয়েছে।

অর্থাৎ যাঁরা খুব চেষ্টা করেও ১০০০ জনকে পাননি বা নতুন চ্যানেল (New Channel) খোলার দরুণ বেশি সাবস্ক্রাইবার পেতে সমস্যা হচ্ছে তাঁদের জন্য দারুণ খবর এটি।

ii) Monetization Policies এ একাধিক পরিবর্তন:
গুগল অধিকৃত জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হলো এই ইউটিউব যা তাদের Monetization Policies- এর ক্ষেত্রে একাধিক ছোটো এবং বড় পরিবর্তন এনেছে। তার মধ্যে একটি হল আগের পয়েন্টেই বললাম।

আসলে YouTube Partner Program- এর তরফে এই নতুন সিদ্ধান্ত (New Decision) নেওয়া হয়েছে। মূলত যাঁরা ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটর (Small Content Creator) বা নতুন YouTube চ্যানেল খুলছেন তাঁরা যাতে ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহ হারিয়ে না ফেলেন তার জন্যই এই সিদ্ধান্ত।

iii) Watch Time কমিয়ে আনা:
কম সাবস্ক্রাইবার থাকা (Less Subscriber) ক্রিয়েটর যাঁরা তাঁদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আসেনা সেভাবে; আগে যেখানে YouTube এর Watch Time ৪০০০ ঘণ্টা ছিলো আয়ের জন্য, সেখানে Watch Time কমিয়ে ৩০০০ ঘন্টা করা হয়েছে। অর্থাৎ এবার থেকে ক্রিয়েটরদের তৈরি করা কনটেন্টের ভিউস (Valid View Hour) ৪০০০ ঘণ্টার পরিবর্তে এখন ৩০০০ ঘণ্টা হলেও চলবে।

iv) YouTube Shorts Views:
যেখানে আগে নিয়ম ছিল YouTube Sorts এর ভিউজ (Views) ১০ মিলিয়ন হলে তবেই আয় করা সম্ভব সেখানে সেই সংখ্যা কমিয়ে ৩ মিলিয়ন করা হয়েছে। অর্থাৎ শর্টস এর ভিউজ এবার থেকে তিন মিলিয়ন হলেই অর্থ উপার্জন করা যাবে।

v) YouTube Stories:
বড়সড় আপডেট আসছে YouTube Story এর ক্ষেত্রে।এবার বন্ধ হতে চলেছে এই ইউটিউব স্টোরি (YouTube Stories)। সম্প্রতি এই ঘোষণাটিও করেছে YouTube কর্তৃপক্ষ। আগামী ২৬শে জুন থেকে বন্ধ হতে চলেছে ইউটিউব স্টোরি(Youtube Story)।

এর নেপথ্যে কারণ হিসেবে YouTube জানিয়েছে যে তারা এবার শর্টস, কমিউনিটি পোস্ট এবং অন্যান্য আরো দিকে (Sorts, Community Post and Others) নজর দিতে চায় তারা।

ইতিমধ্যেই বিভিন্ন ক্রিয়েটরদের এই ইউটিউব স্টোরি বন্ধ হওয়ার ব্যাপারে জানানো হয়েছে। একাধিক মাধ্যম থেকে রিমাইন্ডারও (Reminder) দেওয়া হয়েছে তাদের।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত ২০১৮ সালে অফিশিয়াল ভাবে ইউটিউবে চালু হয়েছিল স্টোরি সেটিংসটি(Story Settings)। এই স্টোরি ফিচারটি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও (Instagram and Facebook) আনা হয়েছে।

ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টোরি (Instagram and Facebook Story) যেমন ২৪ ঘণ্টা পরে আর দেখা যায়না, YouTube এও ঠিক একই নিয়ম। যদিও, এই সমস্ত আপডেট ভারতে এখনই আসছে না। প্রথমে ধীরে ধীরে এইসব আপডেট আসবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে। তবে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই আগামী দিনে ভারতীয় ইউটিউব ক্রিয়েটররাও (Indian Creator) এইসব সুবিধা পাবে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker