টেকনোলজি

স্মার্টফোনে কত % ব্যাটারি থাকা অবস্থায় চার্জ করা উচিত? ভুল জেনে অজান্তেই ক্ষতি করছেন ব্যাটারির।

অনেক সময় দামি দামি কোম্পানির মোবাইল গুলি ব্যবহার করার কিছু মাসের মধ্যেই ব্যাটারি নষ্ট হয়ে যায় বা ব্যাটারি ফেটে যায়। অনেকেই মনে করেন ব্যাটারিতে হয়তো সমস্যা ছিল কিন্তু নিজেদের ভুলের সম্পর্কে ধারণা নেই অনেকেরই। অনেকেই ব্যাটারি চার্জ করার নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল নয় এবং এর জেরেই অনেক সময় ব্যাটারি নির্ধারিত সময়ের আগেই নষ্ট হয়ে যায়, ফুলে যায়, ফেটে যায়।

ফোনের ব্যাটারি কত % হবার পর পুনরায় চার্জে বসানো যায়, সেই বিষয়ে অনেকেই জানেন না। এবং এই ভুলগুলোর কারণে ব্যাটারি লাইফে প্রচন্ড পরিমাণে এফেক্ট পড়ে এবং খুব তাড়াতাড়ি আমাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। মোবাইল কেনার পর প্রথম প্রথম একবার চার্জ দিলে অনেক ঘন্টা বা ২-৩ দিন পর্যন্ত আমাদের মোবাইল চলে যায়, কিন্তু যত দিন বাড়তে থাকে তখন একবার মোবাইল পুরোপুরি চার্জ করলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমগ্র চার্জ শেষ হয়ে যায়।

তাই জেনে নিন মোবাইলে কতটুকু চার্জ থাকলে আবার চার্জে বসানো ভালো। ০% , ১০% , ৫০% নাকি ১০০% ?

১. স্মার্টফোনে খুব অল্প সময়ের ব্যবধানে বারবার চার্জ দিলে মোবাইলের ব্যাটারির ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় আমরা ৩০ মিনিট মোবাইল ব্যবহার করার পর ১০% ব্যাটারি কমে যায় এবং আমরা তৎক্ষণাৎ আবার চার্জে বসিয়ে দিই।এবং পরবর্তীকালে আবার মোবাইল ঘাটার পর ১০-১৫% চার্জ কমার সাথে সাথে আমরা পুনরায় চার্জে বসিয়ে দিই। এইভাবে মোবাইলের ব্যাটারির ক্ষতি হয়।

২. আমাদের মোবাইলের ব্যাটারি গুলির জীবন সাধারনত দুই বছর থেকে তিন বছর হয়। একটি নির্দিষ্ট সময়ের পর ব্যাটারির কর্ম ক্ষমতা ২০% কমে যায়। আপনার মোবাইল ব্যবহার করতে করতে যখন ব্যাটারি ২০% এর কম হবে তখনই আপনারা চার্জে বসান। ঘনঘন চার্জে বসাবেন না।

৩. অনেকে মনে করেন মোবাইলের ব্যাটারি যদি ১০০% চার্জ দেওয়া হয় তবে সেটি মোবাইলের জন্য ভালো। তবে মোবাইল ব্যবহারকারীদের জেনে নেওয়া উচিত যে, মোবাইলের ব্যাটারির চার্জের লিমিট ২০ থেকে ৮০ % হওয়া নিরাপদ। সম্পূর্ণরূপে 100% চার্জ করা হলে মোবাইল গরম হয়ে যেতে পারে এবং ব্যাটারি ফেটে যেতে পারে।

৪. ফোনের ব্যাটারি একদম শূন্য হতে দেবেন না। যতবার আপনি ০% থেকে চার্জ করা শুরু করবেন, ততবার আপনার ফোনের লিথিয়াম আয়ন সেল এর সাইকেল সংখ্যা কমতে থাকবে। ৩০০ থেকে ৫০০ টি সাইকেল থাকে একটি ব্যাটারির। তাই কখনোই আপনার ফোনকে ০% চার্জ হতে দেবেন না, তার আগেই চার্জে বসিয়ে দেবেন।

৫. অনেক সময় আমরা রাতে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যাই। সস্তা কোম্পানির ফোনগুলিতে সারারাত চার্জ দিলে ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে দামি স্মার্টফোনগুলিতে ১০০% চার্জ নেবার পর অটোমেটিক সেটি চার্জ নেওয়া বন্ধ করে দেয় এবং মোবাইলটি সুরক্ষিত থাকে।

লেখা: তন্ময় দেবনাথ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker