টেকনোলজি

PAN Card: আপনার প্যান কার্ডের দশটি নম্বরের মধ্যেই রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য। জেনে নিন বিস্তারিত।

বর্তমান সময়ে প্যান কার্ড (PAN Card) ভীষণ গুরুত্বপূর্ণ একটি নথি(Very Important Document)। ব্যাঙ্কিং থেকে শুরু করে প্রচুর অফিসিয়াল কাজ সম্পন্ন হয় এই প্যান কার্ডের দ্বারা। এটি আপনার পরিচয়পত্র (Identity Card) হিসেবেও কাজ করে। আপনার কাছে যদি প্যান কার্ড (PAN Card) না থাকে তাহলে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন না হতেও পারে।

বর্তমান সময়ে প্রায় প্রতিটি নাগরিকের (Every Citizen) কাছেই থাকে এই PAN Card! কার্ডটি থাকার দরুণ অনেক সুযোগ সুবিধা লাভ করেন সাধারণ মানুষ। বর্তমানে আবার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক (Aadhaar-PAN Link) করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে মিলবে আরো সুবিধা।

খুব লক্ষ্য করে দেখবেন যে প্যান কার্ডে একটি ১০টি সংখ্যার নম্বর লেখা থাকে। এটি হলো একটি কোড(Code)। প্রতি নাগরিক পিছু এই কোড আলাদা হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে, এই ১০টি সংখ্যার কোডের অর্থ কি? হ্যাঁ এই সংখ্যাগুলির অর্থ বর্তমান। কী সেই অর্থ জানতে হলে প্রতিবেদনটি (Article) সম্পূর্ণ পড়ুন।

প্রতিটি প্যান কার্ডে থাকা এই ১০টি নম্বর আলাদা এবং এই সংখ্যার মধ্যে প্রথম তিনটি অক্ষর বর্ণানুক্রমিক। আপনার প্যান কার্ডে প্রবেশ করা ১০ টি সংখ্যা হল বর্ণমালা এবং সংখ্যাসূচক সংখ্যার সংমিশ্রণ। এই বিশেষ প্রক্রিয়াটি আয়কর বিভাগ সৃষ্ট। বিস্তারিত বলি:

বর্ণানুক্রমিক সিরিজে, AAA থেকে ZZZ পর্যন্ত যে কোনো তিনটি অক্ষরের সিরিজ (3 Letters Series) আপনার প্যান কার্ডে প্রবেশ করা যেতে পারে। খেয়াল করে দেখবেন যে, প্যান কার্ডের প্রথম পাঁচটি অক্ষর সর্বদা অক্ষর এবং পরের চারটি অক্ষর সংখ্যা এবং শেষে আবার একটি অক্ষর থাকে।

আয়কর বিভাগের (Income Tax Department) নজরে আপনি কি ভূমিকা পালন করেন তা এই প্যান কার্ডে প্রবেশ করা চতুর্থ বর্ণমালাটি নির্দেশ করে। আপনি যদি একজন ব্যক্তি হন, তাহলে আপনার প্যান কার্ডের চতুর্থ বর্ণমালা হবে ‘P’। একইভাবে প্রতিটি অক্ষরের আলাদা অর্থ রয়েছে। যদি PAN কার্ডে F লেখাটি আপনার নম্বরটি ফার্মের কিনা তার ইঙ্গিত দেয়।

এছাড়াও, ট্রাস্ট নির্দেশ (Trust Direct) করে T অক্ষরটি প্রবেশ করানো হলে। H অক্ষরটি নির্দেশ করে হিন্দু অবিভক্ত পরিবারের, B নির্দেশ করে এক ব্যক্তির, L নির্দেশ করে স্থানীয় ব্যক্তির, J নির্দেশ করে আর্টিফিসিয়াল জুডিশিয়াল ব্যক্তি (Artificial Judicial Person) এবং G নির্দেশ করে সরকার(Government)।

প্যান কার্ডের পঞ্চম অক্ষরটি নামের উপাধির প্রথম অক্ষর। এর পর চারটি এলোমেলো সংখ্যা প্রবেশ করানো হয় এবং সবশেষে আরো একটি বর্ণমালা আছে। এই নম্বরটি অর্থাৎ কোডটি কত গুরুত্বপূর্ণ তা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন।

আর্থিক কাজ হোক কিংবা হোক অফিসিয়াল কোনো কাজ, সবসময়ই যে কোনও প্যান কার্ড (PAN Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ব্যক্তির ক্ষেত্রে। প্যান কার্ডে দেওয়া নম্বরগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার থেকে বিশেষভাবে খেয়াল রাখবেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker