টেকনোলজি

PAN-Aadhaar Link: লিঙ্ক করার সময় কি ২০২৪ পর্যন্ত বাড়ানো হবে? কী বলছে সরকার? জানুন

PAN Card অর্থাৎ Parmanent Account Number হলো ভীষণই গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্কের বিভিন্ন লেনদেন এই কার্ড ছাড়া বর্তমানে অসম্ভব। এই কার্ডটি আপনার পরিচয় পত্রও (Identity) বটে! ভীষণ দরকারি এই নথির সাথে চলছে আরেক দরকারি নথি আধার কার্ডের লিঙ্ক করার ব্যবস্থা। বাধ্যতামূলক করা হয়েছে এটি।

বর্তমানে প্যান এবং আধার কার্ড লিঙ্ক (PAN-Aadhaar Link) করার নির্দেশিকা জারি করে তা বাধ্যতামূলক করেছে ভারত সরকার(Indian Government)। এই কাজটি সম্পূর্ণ করার তারিখ দেওয়া হয়েছে ৩১ জুনের মধ্যে। জানানো হয়েছে যে, ৩১ জুনের মধ্যে প্যান এবং আধার কার্ড লিঙ্ক (PAN-Aadhaar Link) না করা হলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। আর একবার প্যান কার্ড বাতিল হয়ে গেলে গুরুতর সমস্যায় পড়তে হতে পারে।

প্রসঙ্গত উল্লেখিত যে, Central Board of Direct Taxes অর্থাৎ CBDT আগেও বেশ কয়েকবার এই PAN-Aadhaar Card লিঙ্ক করার ব্যাপারে সময়সীমা ধার্য করেছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে অনেকেই এই কার্য সম্পন্ন করতে না পারায় সাধারণ মানুষের স্বার্থে এই সময়সীমা একাধিকবার বাড়ানো হয়।

প্রথমে প্যান এবং আধার কার্ড লিঙ্কের (Pan-Aadhaar Link) সময়সীমা ছিল ৩১ মার্চ, ২০২২ সাল। সেই সময় জানানো হয়েছিল যে এই সময়ের মধ্যে প্যান আধার লিঙ্ক না করলে ১ এপ্রিল থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর সময়সীমা বাড়িয়ে ৩১শে মার্চ, ২০২৩ সাল করা হয়। এর সাথে জরিমানাও জারি করা হয়। সেই সময়সীমার মধ্যেও অনেকে এই কাজটি করতে না পারায় সেই সময়সীমা বাড়িয়ে ৩১শে জুন, ২০২৩ সাল করা হয়।

এইভাবে বারবার সময়সীমা বৃদ্ধি করায় প্রশ্ন উঠছে যে, সরকার কি এবার তাহলে প্যান এবং আধার কার্ড লিঙ্কের (Pan-Aadhaar Link) সময়সীমা বাড়িয়ে ২০২৪ পর্যন্ত করতে পারে? যদিও বিশেষজ্ঞরা বলছেন যে, সরকার তেমনটা করবে বলে মনে হয় না।

প্যান এবং আধার কেওয়াইসির (KYC) একটি গুরুত্বপূর্ণ অংশ। প্যানকে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে যাতে জাল প্যান কার্ড (Fake Pan Card) আটকানো যায়। কারণ সম্প্রতি এমন জাল প্যান কার্ডের (Fake Pan Card) বহু ঘটনা সামনে এসেছে। এই ঘটনা ঘটা থেকে বিরত রাখতেই এই কাজটি সকল গ্রাহককে করতে বলা হয়েছে।

প্যান কার্ড নিষ্ক্রিয় (Expire) হয়ে গেলে কিন্তু আপনারই বিপদ। আপনি আর আয়কর রিটার্ন (Tax Return) দাখিল করতে পারবেন না। শুধু তাই নয়, এর পাশাপাশি স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (Incest in Stock Market and Mutual Fund) করতেও অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

২০১৭ সালের মে মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, দেশের কিছু অংশের মানুষকে প্যান আধার লিঙ্ক করা থেকে ছাড় দেওয়া হয়েছে।

এই বিশেষ ছাড়ের মধ্যে অসম, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ৮০ বছর বা তার বেশি বয়সী এবং ভারতের নাগরিক নাহলে সেই ব্যক্তিদেরও আধার প্যান লিঙ্ক করার প্রয়োজন নেই।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker