টেকনোলজি

Window না Split এসি? কোনটি কেনা ভালো? বিদ্যুৎ খরচ কম কোনটিতে? জানুন

চলছে গ্রীষ্মের তীব্র দাবদাহ। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি ছাড়িয়েছে। গরম থেকে বাঁচার জন্য একাধিক উপায় খুঁজছে সাধারণ মানুষ। ফ্যান ,এসি ,কুলার ইত্যাদির ব্যবহার বহুগুন বেড়ে চলেছে।

বর্তমানে বাজারে দুই রকমের এসি রয়েছে যেগুলি গ্রাহকেরা বেশি কিনে থাকেন Window এবং Split এসি। তবে এই দুটির মধ্যে কোনটি কিনবেন তাই নিয়ে অধিকাংশ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন। আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে এই দুটি এসির মধ্যে কোনটি বেশি ভালো, কোনটির দাম কম এবং কোনটিতে ভালো ঠান্ডা পাওয়া যায়।

আপনার বাজেট যদি কম হয় সেক্ষেত্রে উইন্ডো এয়ার কন্ডিশনার কেনাই ভালো। এই ধরনের এসির দাম স্প্লিট এসি থেকে কিছুটা কম। এই ধরনের এসির রক্ষাবেক্ষণের খরচও স্প্লিট এসির তুলনায় কম। বাজেট ফ্রেন্ডলি হিসাবে এই এসিটি আপনার জন্য বেস্ট।

ঘরের আকার যদি ছোট হয় , সেক্ষেত্রেও উইন্ডো এসি ভালো। এই ধরনের এসি গুলি ঠান্ডা করার ক্ষমতা অন্যান্য এসিগুলোর তুলনায় কম। এছাড়া এই ধরনের এসি ইন্সটল করা বেশ সুবিধা জনক। এগুলি সরাসরি বাইরের দেওয়ালে লাগানো হয়।

যদি আপনার বড় ঘর থাকে তাহলে স্প্লিট এসি সবথেকে ভালো। এই ধরনের এসি গুলির ঠান্ডা করার ক্ষমতা অন্যান্য এসি গুলির তুলনায় অনেক বেশি এবং এটিকে স্থায়ীভাবে ইন্সটল করা হয়। এছাড়া এই ধরনের এসিগুলি একসাথে অনেকগুলি ঘর ঠান্ডা করতে পারে।

এবার তুলনার প্রসঙ্গে এলে, উইন্ডো এয়ারকন্ডিশন গুলি স্প্লিট এসি গুলি তুলনায় বেশি জোরে আওয়াজ করে।

উইন্ডো এয়ারকন্ডিশনগুলি স্প্লিট এসির তুলনায় বেশি বিদ্যুৎ খরচ করে। আবার স্প্লিট এসি কম বিদ্যুতে বেশি ঠান্ডা তৈরি করে।

এবার সবদিক বিচার বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে, আপনাদের জন্য কোন ধরনের এসি বেস্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker