চাকরির-খবর

মাসিক বেতন 21,700 টাকা! ISRO-তে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে

শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ISRO) তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের নাগরিক হলেই আবেদন করা যাবে চাকরির জন্য। আবেদন পদ্ধতিসহ মাসিক বেতন, যোগ্যতা ইত্যাদি বিষয়ে জানতে চাইলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Employment No:
SDSC SHAR/RMT/02/2023
পদের নাম:
Mechanical Engineering
মোট শূন্যপদ:
৫টি। (UR-02, SC-01, ST- 01, EWS- 01)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Diploma in Mechanical বিষয়ে ডিগ্রিসহ সার্টিফিকেট (Certificate) থাকতে হবে।
মাসিক বেতন:
৪৪,৯০০/- টাকা থেকে শুরু করে ১,৪২,৪০০/- টাকা পর্যন্ত।

পদের নাম:
Electrician
মোট শূন্যপদ:
৬টি। (UR-03, OBC-02, EWS- 01)
শিক্ষাগত যোগ্যতা:
NCVT স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrician Trade এ সার্টিফিকেট (Certificate) থাকতে হবে।
মাসিক বেতন:
২১,৭০০/- টাকা থেকে শুরু করে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

পদের নাম:
Fitter
মোট শূন্যপদ:
১৭টি। (UR-08, OBC-06, EWS-03)
শিক্ষাগত যোগ্যতা:
NCVT স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Fitter Trade এ সার্টিফিকেট (Certificate) থাকা আবশ্যক।
মাসিক বেতন:
২১,৭০০/- টাকা থেকে শুরু করে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

পদের নাম:
Cinematography/Photography
মোট শূন্যপদ:
২টি। (UR-01, ST-01)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma in Cinematography/Photography বিষয়ে ডিগ্রিসহ সার্টিফিকেট (Certificate) থাকতে হবে।
মাসিক বেতন:
৪৪,৯০০/- টাকা থেকে শুরু করে ১,৪২,৪০০/- টাকা পর্যন্ত।

সমস্ত পদগুলির ক্ষেত্রে বয়সসীমা:
আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:
i) আবেদন পদ্ধতি হবে অনলাইনে।
ii) প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) apps.shar.gov.in -এ গিয়ে নির্দিষ্ট অপশন বেছে নিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
iii) আবেদনপত্রটি পূরণ করার পরে প্রার্থী একটি শংসাপত্র পাবেন। সেটি আবেদনকারী নিজের কাছে রাখবেন।

আবেদন ফি:
সমস্ত পদের ক্ষেত্রেই এককালীন ১০০/- টাকা মূল্যের আবেদন ফি দিতে হবে প্রার্থীকে।

পরীক্ষার ফি:
পরীক্ষার ফি হিসেবে প্রার্থীকে ৫০০/- টাকা প্রদান করতে হবে।

লিখিত পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণকারীরা পরীক্ষার ফি পরবর্তীকালে ফেরত পাবেন।

আবেদনের শেষ তারিখ:
১৬ই মে, ২০২৩ সাল।

Important Links:

Official Website: Click Here
Official Notification: Download Now

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker