শিক্ষার খবর

WBCS পরীক্ষার্থীদের জন্য সুখবর, এবার থেকে বাধ্যতামূলক করা হবে বাংলা ভাষা।

WBCS অর্থাৎ West Bengal Civil Service Examination এ এবার থেকে বাধ্যতামূলক (Mandatory) হতে চলেছে বাংলা ভাষা(Bengali Language)। অর্থাৎ এই পরীক্ষার একটি পেপার বাংলা ভাষায় করার আলোচনা এবার কার্যকরী হতে চলেছে। এই পরীক্ষার কর্মকর্তারা এবং শিক্ষার্থীরা বহুদিন থেকে দাবি তোলেন এই বিষয়ে এবং শেষ পর্যন্ত এটি কার্যকরী হয়েছে।

সকলেই জানেন যে ডব্লিউবিসিএস পরীক্ষায় (WBCS Exam) বাংলা, সাঁওতালী, উর্দু, হিন্দি, নেপালি – এই পাঁচটি ভাষার মধ্যে যেকোনো একটিতে পারদর্শী হলে তবেই পরীক্ষাটিতে বসা সম্ভব। এর সাথেই প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষও হতে হবে অর্থাৎ পড়তে ও লিখতে জানতে হবে।

এর সাথেই দাবি উঠেছিল যাতে বাংলা ভাষার জন্য আলাদা পেপার বাধ্যতামূলক হিসেবে রাখা হয়। এই বিষয়ে রাজ্য সরকার PSC অর্থাৎ Public Service Commission কেই একটি প্রস্তাবনা রাখতে বলে। এই বিষয়ে এর মধ্যেই PSC এর তরফে একটি রূপরেখা প্রস্তুত করে রাজ্যের কর্মীগণ ও প্রশাসনিক দপ্তরের তরফে পেশ করা হয়েছে।

সূত্রানুযায়ী, আসন্ন পরীক্ষা থেকেই কার্যকরী হতে চলেছে এই নিয়ম। শুধুমাত্র দার্জিলিংয়ের পরীক্ষার্থীরা এই বাধ্যতামূলক বাংলা পেপার থেকে মুক্তি পাবেন। তাঁরা পরীক্ষা দিতে পারবেন নেপালি ভাষার পেপারে। দেশের বিভিন্ন ভাষায় তাঁদের তরফে একটি পেপার থাকা আবশ্যক। যাই হোক, এই খবরে খুশি সকল পরীক্ষার্থীরাই।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker