ব্যবসা-বাণিজ্য

Business Idea: গ্রীষ্মকালে এই ব্যবসা শুরু করলে প্রচুর অর্থ উপার্জন করবেন, জানুন বিশদে।

আজকাল সব মানুষ ছোটখাটো ব্যবসার মাধ্যমে হলেও অর্থ উপার্জন (Money Earning) করতে চায়। এমনকি চাকুরীজীবিরাও নিজের চাকরির পাশাপাশি কিছু করতে চান বাড়তি রোজগারের জন্য। আজ এই প্রতিবেদন মারফত সেরকমই একটি লাভজনক বিশেষত এই গ্রীষ্মকালীন সময়ের জন্য ভীষণই উপযোগী ব্যবসার (Business Idea) কথা বলতে চলেছি। বিশদে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

আজকালকার দিনে সবথেকে দুর্লভ কি বলুন তো? উত্তর হলো- পানীয় জল! হ্যাঁ আজকাল বিশুদ্ধ পানীয় জল (Pure Drinking Water) পাওয়াটাই ভীষণ কষ্টকর ব্যাপার। বর্তমান দিনে দূষণের পরিমাণ বেড়ে গেছে যে জল পাওয়া যায়না পরিষ্কার আর সামান্য খারাপ জলও পান করলে মারাত্মক রোগ হতে পারে।

এমন অবস্থায় আপনি শুরু করতে পারেন পানীয় জলের ব্যবসা। ভারতে বোতলজাত জলের ব্যবসা বার্ষিক ২০% হারে বাড়ছে। এক লিটারের জলের বোতলের বাজারের শেয়ার রয়েছে ৭৫% আপনি খুব অল্প বিনিয়োগ (Investment) করে এই ব্যবসার মাধ্যমে প্রচুর মুনাফা লাভ করতে পারেন।

‘RO বা মিনারেল ওয়াটারের’ (Mineral Water) ব্যবসায় Branded Company গুলি ছুটছে। বর্তমানে ২০ থেকে ২২ টাকায় এক লিটারের জলের বোতল বিক্রি হয়। একই ভাবে, বড় বোতল বা ব্যারেল বাড়িতে ব্যবহারের জন্য অনেকে নেন যাতে ভালো লাভ পেতে পারেন।

কিভাবে শুরু করবেন এই ব্যবসা:
i) এই ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনি একটি জলের প্ল্যান্ট (Water Plant) তৈরি করতে পারেন।
ii) জলের প্ল্যান্টের জন্য প্রথমে একটি ঠিকঠাক জায়গা নির্বাচন করতে হবে, যেখানে ‘TDS Level’ বেশি নয়।
iii) এরপর প্রশাসনের কাছ থেকে License ও IAS Number নিতে হবে।

এরপর কী করতে হবে:
i) এরপর এই ব্যবসা শুরু করতে চাইলে একটি কোম্পানি গঠন করুন। এটি কোম্পানি ভারতের ব্যবসায়ী আইনের অধীনে নিবন্ধিত করুন।
ii) এবারে কোম্পানির Pan Number এবং GST Number এর মতো সমস্ত তথ্যগুলি সম্পূর্ণ করুন।
iii) জায়গাটি এমন বিচার করুন যাতে বোরিং, RO এবং চিলার মেশিন এবং ক্যান ইত্যাদি রাখার জন্য ১০০০ থেকে ১৫০০ বর্গফুট জায়গা থাকবে যাতে জল সংরক্ষণের জন্য ট্যাঙ্ক তৈরি করা যায়। এতে শেষে গিয়ে অসুবিধাতে পড়বেন না এবং আপনার লাভের অঙ্ক আরো বেশি হবে।

খরচ কেমন?
অনেক কোম্পানি এভাবেই আরও অনেক ওয়াটার প্ল্যান্ট তৈরি করছে। যার খরচ ৫০,০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও, আপনাকে কমপক্ষে ১০০ টি জার (ছোট থেকে বড় মাপের জার) কিনতে হবে। এসবের দাম পড়বে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

বিনিয়োগের অর্থ কিভাবে পাবেন?
আপনি ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করতে পারেন।

লাভ কেমন?
আপনি যদি এমন একটি প্ল্যান্ট স্থাপন করতে সক্ষম হন যা প্রতি ঘন্টায় ১,০০০ লিটার জল পরিশোধন করে তাহলে আপনি সহজেই প্রতি মাসে কমপক্ষে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker