টেকনোলজি

BSNL 4G LAUNCH: আগামী সপ্তাহ থেকেই সুপারফাস্ট 4G স্পীড নিয়ে আসরে নামতে চলেছে BSNL

একমাত্র সরকারি টেলিকম সংস্থা BSNL তথা Bharat Sanchar Nigam Limited এবার বাজারে নামতে চলেছে 4G সুপারফাস্ট পরিষেবার সঙ্গে আগামী সপ্তাহ থেকেই (BSNL 4G Launch)। বেসরকারি বিভিন্ন টেলিকম সংস্থার সাথে যাতে এই সংস্থা জোরদার টক্কর দিতে পারে, তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই সংস্থা যাতে বাজার রপ্ত করতে পারে, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১.৬৪ লক্ষ কোটি টাকা BSNL কে অনুদানের ব্যবস্থা করেছেন। Financial Express এর রিপোর্টও এটাই জানাচ্ছে যে, BSNL কে নতুন রূপে সকলের কাছে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শুধু বিপুল অঙ্কের টাকা দিয়ে সহায়তা করছেন তাই নয় বরং অন্যান্য অনেক ক্ষেত্রেই সবসময় সহায়তা করে চলছেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান জানিয়েছেন যে ২০২৭ অর্থবর্ষের মধ্যে বিএসএনএল (BSNL) যথেষ্ট লাভ দেখাতে পারে।

সম্প্রতি একটি সূত্রে জানা গিয়েছে যে বিএসএনএলের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আর সেই কারণে বিএসএনএলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ১৩ টি টেলিকম সার্কেলের চিফ জেনারেল ম্যানেজারদের চিঠি দিয়ে পরিস্থিতি বদল করার জন্য নির্দেশ দিয়েছেন!

জানা গিয়েছে যে, ৫টি টেলিকম সার্কেল (Telecom Circle) নেগেটিভ ক্যাটাগরিতে (Negative Category), ৩টি টেলিকম সার্কেল ক্রিটিক্যাল নেগেটিভ ক্যাটাগরিতে এবং আর ৫টি টেলিকম সার্কেল বর্ডার লাইন নেগেটিভ ক্যাটাগরিতে রয়েছে। অবিলম্বে এই সমস্ত ক্যাটাগরির উন্নতি ঘটাতে হবে। সেই কথা জানিয়ে ইতিমধ্যেই সংস্থার চেয়ারম্যান ও এমডি এর তরফ থেকে সকলকে চিঠি পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ধমকের সুরে জানান যে, সমস্ত পরিষেবা এবং সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও কেনো সংস্থার এই হাল হলো এবং কেনো উন্নতমানের পরিষেবা দিতে তারা ব্যর্থ, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সংস্থাকে জবাবদিহি করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে BSNL কে দুটি বড়ো ত্রাণের প্যাকেজ দেওয়া হলেও BSNL উপযুক্ত পরিষেবা দিতে পারেনি!

এই প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব আরো বলেন যে, ইতিমধ্যেই সংস্থার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্য করা হচ্ছে। বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিয়ে সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL দেশবাসীকে উন্নত মানের পরিষেবা দিতে হবেই। কিন্তু এরপরেও যদি দেখা যায় যে সংস্থাটি উপযুক্ত পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে তাহলে যে কর্মচারীর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ আসবে, তাঁকে সঙ্গে সঙ্গে বদল করা হবে।

কেন্দ্রীয় সরকারের তরফে এতো চেষ্টা করা সত্বেও BSNL দেশবাসীকে উন্নত পরিষেবা দিতে পারেনি তো বটেই, এখনো অবধি এই সংস্থা 4G ও লঞ্চ করতে পারেনি! যেখানে ইতিমধ্যেই অন্যান্য সব সংস্থাগুলি 5G লঞ্চ করে ফেলেছে! তবে এবার জানা গিয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই বিএসএনএল 4G লঞ্চ করতে চলেছে এবং সবকিছু ঠিক থাকলে, আগামী বছরের মধ্যেই আমরা বিএসএনএল-এও 5G পরিষেবা পেতে পারি!

যদি সামনের বছরের মধ্যে আমরা 5G এর পরিষেবা পেতে পারি তাহলে সেই ক্ষেত্রে সস্তায় পুষ্টিকর অর্থাৎ ১০০ টাকার ভেতরে সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। নাহলে প্রতিযোগিতার বাজারে টক্কর দিতে ব্যর্থ হতে হবে।

কেন্দ্রীয় সরকার তো বটেই, দেশীয় টেকনোলজির উপর নির্ভর করে বিএসএলএল কে 4G নেটওয়ার্ক লঞ্চের ব্যাপারে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) এবং সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিম‍্যাটিক্স (C-DOT) সহায়তা করবে।

কেন্দ্রীয় সরকারের ত্রাণ, অন্যান্য কোম্পানির সাহায্য এবং অন্যান্য সমস্ত সরকারি সহায়তা পাওয়া সত্বেও এখনো পর্যন্ত 4G পরিষেবা দিতে বিএসএনএল অক্ষম হলেও আগামী দিনে উন্নতির দিকে আশাবাদী সবাই! এই উদ্দ্যোগে ত্রাতা হয়ে এসে দাঁড়িয়েছে টাটা কোম্পানি। এর আগেও বহুবার বহু কোম্পানিকে বাঁচাতে ত্রাতা হয়ে এসে দাঁড়িয়েছে টাটা। এখন দেখা যাক যে কতদিনে BSNL ফের নিজের জায়গায় ঘুরে দাঁড়াতে পারে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker