সারাক্ষণ মোবাইলে ডুবে থাকে আপনার সন্তান? অভিভাবক হিসেবে কি করা উচিত? জানুন।
বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে সবকিছুর। আগেকার দিনে বাচ্চারা যেমন ভাবে বড় হতো, এখন আর তেমনভাবে বাচ্চারা বড় হতে পারে না। প্রযুক্তির দিক থেকে বাবা মায়েদের যেমন বেশ কয়েক রকম সুবিধা তৈরি হয়েছে, পাশাপাশি তৈরি হয়েছে অনেক অসুবিধাও। আধুনিক যে গেজেটগুলি আবিষ্কার করা হয়েছে, সেগুলির সুবিধা এবং বিপদের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত।।
বর্তমানে বাচ্চারা তাদের মোবাইল নিয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে থাকে। সবসময় মোবাইল ব্যবহার করা ঠিক নয়, এই বিষয়ে আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করা খুবই দরকার। শিশুদের বিভিন্ন কাজে দক্ষ করে তোলা, তাদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা ইত্যাদি কাজগুলো একজন অভিভাবক হিসেবে আপনার অবশ্য করণীয়। আপনার সন্তান যদি সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তাকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ কয়েকটি উপায় আপনাকে অবলম্বন করতে হবে। সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। (How to keep your child away from mobile?)
Table of Contents
ইতিবাচক হন:
সন্তানেরা সবসময় তাদের বাবা-মায়েদের অনুসরণ বা অনুকরণ করতে চায়। এজন্য আপনাদের মধ্যে সবসময় পজিটিভিটি বজায় রাখা উচিত। কারণ আপনাদের দেখে আপনাদের সন্তানেরা শিখবে। এই জন্য অন্যদের প্রতি শ্রদ্ধা, দয়া, সহানুভূতি প্রদান করা ইত্যাদি গুণগুলো আপনাদের নিজেদের মধ্যেই রাখুন, যাতে করে আপনাদের সন্তানেরাও এই বিষয়গুলি নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারে। অভিভাবক হিসেবে নিজেরাও সর্বক্ষণ মোবাইল ব্যবহার করবেন না।
বাড়ির সুস্থ পরিবেশ তৈরি করুন:
বাচ্চারা বড় হবার সাথে সাথে সুন্দর ব্যবহার শেখে তাদের পরিবারের মানুষের কাছ থেকে এই জন্য আপনাদের বাড়ির সুস্থ পরিবেশ বজায় রাখুন। শিশুদের জন্য নিরাপদ ভালো এবং শান্ত পরিবেশ থাকা অত্যন্ত প্রয়োজন। ছোট থেকে যদি পরিবারের প্রতি তারা বিরক্ত হয়ে যায়, তাহলে ছোট থেকেই তারা একলা থাকতে চায় এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়।
বন্ধুত্বপূর্ণ আচরণ:
সব সময় সন্তানের প্রতি রূঢ় ব্যবহার করবেন না। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। খারাপ আচরণের জন্য তাকে সঠিক ভাবে বোঝান এবং ভালো আচরণ করার জন্য তার প্রশংসা করুন। পাশাপাশি অন্যায় করলে কি কি খারাপ হতে পারে, সেই বিষয়গুলি ও তাকে বুঝিয়ে বলতে হবে। তাদের সাথে বন্ধুর মত খেলুন, তাতে করে সে পরিবারের সাথে সময় দেওয়া শিখবে এবং মোবাইলের প্রতি আসক্তি অনেকটাই কমবে।
শেখার জন্য উত্সাহিত করুন:
অনেক শিশুরাই কৌতুহলী এবং বিভিন্ন বিষয় শিখতে ভালোবাসে। আপনার সন্তানের কৌতূহলকে আরো উৎসাহ দিন। তাদেরকে নতুন নতুন জিনিস জানার, নতুন নতুন জিনিস শেখার এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করার সুযোগ দিন। নতুন কিছু শিখতে পারলে বা নতুন কিছু তৈরি করতে পারলে আপনার সন্তানকে মন খুলে প্রশংসা করুন। এতে করে আপনার সন্তানের মনের উপর খুব ভালো প্রভাব পড়বে এবং পরবর্তীকালে একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে সে।
সন্তানের কথা শোনার অভ্যাস করুন:
অনেক সময় সন্তান ছোট হবার কারণে অভিভাবকেরা তাদের কথার কোন রকম গুরুত্ব দেয় না, বা তাদের কথাও মন দিয়ে শোনেন না। আপনাদের উচিত আপনাদের সন্তানের কথা মন দিয়ে শোনা। এতে করে তাদের পরিবারের প্রতি সময় দেওয়ার অভ্যাস বাড়বে এবং মোবাইলের প্রতি আসক্তি কমবে। অনেক সময় কথা বলার মত কাউকে না পাওয়ার জন্য ছেলেমেয়েরা মোবাইলের বিভিন্ন গেম এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে যায়। এই জন্য সন্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহারের সাথে সাথে তার কথাগুলি মন দিয়ে শুনতে হবে।
সন্তানকে স্বাধীনতা দিন:
সন্তানকে নিজের মত থাকতে দেওয়াটাও জরুরী। সবসময় সব কাজে তাকে বাধা দেবেন না। ভালো ও মন্দের বিচারটি তাকে করার সুযোগ দিন, যাতে সে পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেড়ে উঠতে পারে।