অন্যান্য

মাত্র ২১ বছর বয়সেই গড়ে তুলেছেন ৫০০ কোটির কোম্পানি। খোদ রতন টাটা এনার ভক্ত! দিয়েছেন ১৫ হাজার মানুষকে চাকরিও! পরিচয় জানুন এই ব্যক্তির!

আমরা সবাই রতন টাটার (Ratan Tata) স্বভাব, তাঁর আচরণ ও কথাবার্তার জন্য তাঁকে খুব পছন্দ করি। ওনার মতন মানুষ এই যুগে বিরল। এতটাই মাটির কাছের মানুষ তিনি। কিন্তু যদি শোনেন যে রতনজী (Ratan Ji) নিজেও কারো ফ্যান (Fan) তাহলে? অবাক হলেন? হ্যাঁ এটাই সত্যি। আসুন সেই ব্যক্তির পরিচয় জানা যাক।

রতনজী (Ratan Ji) যাঁর ফ্যান (Fan) তিনি মোটেও সাধারণ কেউ নন। সারা দেশে দুই হাজারেরও বেশি স্টোর, দশ হাজারেরও বেশি চাকরি এবং ৫০০ কোটি টাকার একটি কোম্পানিসহ বিশ্বের শীর্ষ স্থানীয় বিনিয়োগকারীরা অংশীদার (Investment Partner) হিসেবে কাজ করছেন এই ব্যক্তি। তাও কিনা মাত্র ২১ বছর বয়সে! ভাবা যায়! কে সেই ব্যক্তি জানতে চোখ রাখুন প্রতিবেদনটিতে।

অদম্য সাহস ও ইচ্ছে থাকলে যে মাত্র ২১ বছর বয়সেই অনেক কিছু অর্জন করা যায় জেনেরিক আধারের প্রতিষ্ঠাতা ও সিইও অর্জুন দেশপান্ডে হলেন (Arjun Deshpande, the Founder and CEO of Generic Aadhaar) এর একটি বড়সড় উদাহরণ। খোদ রতনজী এনার বিরাট ভক্ত!

জেনেরিক আধার (Generic Aadhaar) চালু হয়েছিল ২০১৮ সালে। সেই সময় মাত্র ১৬ বছর বয়সের অর্জুন দেশপান্ডে (Arjun Deshpande) সরাসরি গ্রাহকের কাছে উচ্চমানের জেনেরিক ওষুধ (Generic Medicine with High Quality) সরবরাহ করেছিলেন! তাঁর এই সংস্থা ৮০-৯০% ছাড়ে জেনেরিক ওষুধ প্রদান করে থাকে। মুম্বাইতে শুরু করা এই স্টার্টআপের মূল্য (Value of the Startup) এখন ৫০০ কোটি টাকায় পৌঁছেছে! খোদ রতন টাটা (Ratan Tata) এই সংস্থার বড়ো সমর্থক।

এই জেনেরিক কোম্পানির উদ্ভাবনী মডেলে মুগ্ধ হয়ে রতনজী (Ratan Ji) এই সংস্থাটিতে বিনিয়োগ (Investment) করার সিদ্ধান্ত নেন। তারপর থেকে রতন টাটা জেনেরিক আধারকে (Generic Aadhaar) দেশের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই স্টার্টআপের সারা দেশে ২০০০ টিরও বেশি স্টোর রয়েছে।

অর্জুন দেশপান্ডে (Arjun Deshpande) শুধু শহরেই নয় বরং প্রত্যন্ত গ্রামগুলিতে গিয়েও মানুষের হাতে ওষুধ পৌঁছে দিতে চান। তিনি জানিয়েছেন যে তাঁর লক্ষ্য শুধুমাত্র শহরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না বরং তাঁরা থ্রি টায়ার সিটি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যেতে চান।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker