অন্যান্য

বার্থ সার্টিফিকেট ছাড়া কি পাসপোর্টের আবেদন করা যাবে না? সরকারি নিয়ম জানুন।

সরকারি নিয়ম অনুযায়ী গত চলতি বছরের ১ অক্টোবর তারিখ থেকে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রের গুরুত্ব বেড়েছে। এমন অবস্থায় পাসপোর্টের জন্য আবেদন(Birth Certificate for Passport Application) করতে গেলেও বার্থ সার্টিফিকেট অপরিহার্য কিনা, তাই নিয়ে সংশয়ে রয়েছেন বহু মানুষ। বার্থ সার্টিফিকেট ছাড়া কি পাসপোর্টের আবেদন করা যাবে না? প্রশ্ন অনেকেরই। বহু মানুষ, যারা বর্তমানে ৫০-৬০ বছর ঊর্ধ্ব, তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই। গুরত্ব কম থাকার কারণে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এর কারণে অনেকেই এই বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন। তাই তাদের কাছে এই প্রশ্নটি বেশ চিন্তায় জন্ম দিয়েছে।

নতুন সরকারি নিয়ম অনুযায়ী এবার থেকে বার্থ সার্টিফিকেট এর ব্যবহার হবে স্কুলে ভর্তি, চাকরি, বিবাহ নিবন্ধীকরণ,ড্রাইভিং লাইসেন্স থেকে ভোটদান পর্যন্ত। সমস্ত ক্ষেত্রে একমাত্র নথি হিসাবে বিবেচিত হবে বার্থ সার্টিফিকেট। ভোটার বা আধার কার্ড নাগরিকত্ব বা পরিচয়ের প্রমাণ নয়, তা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র সরকার গত অধিবেশনে বিল (THE REGISTRATION OF BIRTHS AND DEATHS (AMENDMENT) ACT, 2023) পাস করেছিল। গত ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করা হয়।

বিশাখাপত্তনম এর আঞ্চলিক পাসপোর্ট অফিস এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১ অক্টোবর, ২০২৩ তারিখে বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের পাসপোর্ট এর আবেদনের জন্য জন্মস্থান ও তারিখের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারীদের আরো অন্যান্য নথি থাকা প্রয়োজন পরবর্তী বিভ্রান্তি এড়ানোর জন্য।

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল ২০২৩ লোকসভায় উত্থাপনের পরে ৭ আগস্ট রাজ্যসভায় পাশ হয়েছিল। গোপনীয়তার অধিকার নষ্ট করবে এই যুক্তিতে বিলের বিরোধিতা করেন মণীশ তিওয়ারি। তবে সে যুক্তি টেকেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker