সরকারি স্কুলের মিড-ডে মিল খাসির মাংস, খুশিতে আত্মহারা পড়ুয়ারা।
মিড ডে মিল স্কিম(Mid Daeal) এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে দুপুরে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হয়। মূলত ডাল, সয়াবিন ইত্যাদি খাবার থাকে মেনুতে। তবে সম্প্রতি হাওড়ার জুজারসাহা পি এন মান্না স্কুলের মিড ডে মিলের মেনুতে পড়ুয়ারা পেল খাসির মাংস(Mutton in Mid Day Meal)! গত সোমবার দুপুরে মিড ডে মিল নিতে গিয়ে পড়ুয়ারা তাদের পাতে পেল খাসির মাংস। খুশিতে আত্মহারা সমস্ত পড়ুয়াড়া।
রাজ্যের স্কুলগুলির(West Bengal Government Schools) মিড ডে মিলের খাবার নিয়ে রয়েছে বহু অভিযোগ। কোথাও খাবারের গুণমান খারাপ, কোথাও বা খাবারে বিভিন্ন রকম পোকামাকড় দেখা গেছে, কোথাও বা গোটা ডিম না দেওয়ার ঘটনা সামনে এসেছে। সেখানে একটি সরকারি স্কুলের মিড ডে মিলে খাসির মাংস(Mutton) থাকার বিষয়টি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সারা রাজ্য জুড়ে।
গত সোমবার জুজারসাহা পি এন মান্না স্কুলে মিড ডে মিলে ছিল খাসির মাংস। এর আগে সেই স্কুলের মিড ডে মিলের মেনুতে ছিল সয়াবিন, ডাল, ইলিশ মাছ। তবে এই প্রথম গরম ভাতের সাথে খাসির মাংস পেয়ে খুশিতে আত্মহারা স্কুলের সমস্ত পড়ুয়ারা।
মিড ডে মিলে খাসির মাংস দেওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার সহ অন্যান্য অনেক জায়গায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। নাগরিকরা স্কুলের এই পদক্ষেপকে প্রশংসা জানিয়েছেন।