NSOU Recruitment: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জানুন।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে(NSOU) বিভিন্ন উচ্চপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে পদগুলির জন্য। আবেদনপদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে বিশদে জানতে চাইলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। (Netaji Subhas Open University Recruitment)
পদের নাম:
তিনটি পদের জন্য নিয়োগ করা হবে। সেগুলি হলো:
১) Registreer
২) Finance Officer
৩) Director of Study Centers
শূণ্যপদের সংখ্যা:
৩টি।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হতে হবে।
বেতনক্রম:
i) প্রতিটি পদের ক্ষেত্রেই মাসিক বেতন হবে ১,৪৪,২০০/- টাকা।
ii) নির্দিষ্ট ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীর ভাতার ব্যবস্থা থাকবে।
যোগ্যতা:
প্রয়োজনীয় যোগ্যতা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (Official Notification) পড়তে হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটির প্রিন্ট আউট (Print Out) বের করতে হবে।
iii) এবার আবেদনপত্রটি ঠিক ভাবে পূরণ করে তার সাথে দরকারি নথি যুক্ত করতে হবে।
iv) সাধারণ প্রার্থীদের আবেদনের জন্য ২০০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ১০০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।
v) এবার আবেদনপত্রের সঙ্গে সমস্ত কিছু সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আবেদন পাঠানোর শেষ তারিখ হলো ৯ই জুন, ২০২৩ সাল। ঠিক বিকেল ৫টা অবধি।
এই বিষয়ে আরো বিশদে জানতে হলে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন।
Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now
-Written by Riya Ghosh