চাকরির-খবর
বিশ্ব ব্যাংকের ভারতীয় শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে।
বিশ্ব ব্যাংক তাদের চেন্নাই শাখায় একজন অভিজ্ঞ ইটি কনসালটেন্ট নিয়োগ করতে চলেছে। এই মর্মে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। (World Bank India Recruitment)
বিশ্বব্যাংকের চেন্নাই শাখায় ইটি কনসালটেন্ট পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Table of Contents
পদের নাম-
ইটি কনসালটেন্ট
আবেদনের শেষ তারিখ-
24/08/2023
যোগ্যতা-
- Business Administration, অ্যাকাউন্টিং, ফিনান্স বা আন্তর্জাতিক ট্রেড ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- অ্যাকাউন্টিং সার্টিফিকেশন যেমন CA বা CPA A+ হতে হবে।
- সরকারি/বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- IFC সিস্টেম, পদ্ধতি এবং নীতি (IFC ACBS, CFApps, BI Reporting, SAP, Investran, Quantum, I-portal) সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
আবেদন পদ্ধতি-
বিশ্ব ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই লিংকটি থেকে আবেদন করতে হবে।
Important Link-
Official Website: Click Here