
প্রকাশিত হল টেট পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড! কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন।
TET পরীক্ষার আয়োজন যেমন রাজ্যের তরফে করা হয় ঠিক তেমনই কেন্দ্রের তরফেও পরিচালিত হয় টেট যেটিকে CTET বলা হয়ে থাকে। কেন্দ্রর তরফে টেট পরীক্ষার দিন আগামী ২০ অগাস্ট নির্ধারিত হয়েছে। Central Board of Secondary এর তরফে নেওয়া হবে এই CTET!
পরীক্ষার জন্য আবেদন (Apply) করেছেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। প্রস্তুতিপর্ব চলছে চরমে। তার মধ্যেই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবার ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে। আগামী ১৮ আগস্ট এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ (Admit Card Publish) করবে CBSE! প্রার্থীরা CBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড (Admit Card Download) করতে পারবেন।
Table of Contents
কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড(How to Download Admit Card)?
i) পরীক্ষার্থীরা প্রথমে CBSE এর ওয়েবসাইটে (Website) গিয়ে ‘Admit Download’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই নতুন একটি পৃষ্ঠা খুলবে।
ii) এরপরে প্রার্থীকে নিজের প্রয়োজনীয় তথ্যাবলী (Important Document) দিয়ে পূরণ করতে হবে সেই পৃষ্ঠাটি।
iii) পূরণ করার পরেই প্রার্থীরা নিজেদের অ্যাডমিট (Admit) পেয়ে যাবেন।
iv) পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ (Application Number and Date of Birth) ব্যবহার করে অফিসিয়াল পোর্টাল (Official Portal) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড (Admit Card Download) করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ কথা:
i) Admit Card ব্যতীত কোনোভাবেই পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।
ii) পরীক্ষাটি নেওয়া হবে দুটি শিফটে।
iii) এই দুটি শিফটের মধ্যে Paper 1 এর পরীক্ষাটি নেওয়া হবে সকাল সাড়ে নটা থেকে বেলা বারোটা।
iv) দ্বিতীয় শিফটে অর্থাৎ Paper 2 এর পরীক্ষাটি নেওয়া হবে বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এই শিফটে।
পরীক্ষা সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য, নিয়মাবলী ও পরবর্তী আপডেট বিস্তারে জানতে পরীক্ষার্থীদের CBSE এর ওয়েবসাইটে (Website) নজর রাখতে হবে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh