Business Ideas: বাড়ির ছাদে শুরু করুন এই ব্যবসাগুলি। মাসের শেষে হাতে আসবে প্রচুর টাকা।
বর্তমানে মানুষ চাকরির থেকে ব্যবসার(Business) দিকে বেশি ঝুঁকছে। বিশেষত যেসব ব্যবসাতে বিনিয়োগের (Investment) পরিমাণ কম এবং লাভের পরিমাণ অনেক বেশি সেই সব ব্যবসাই লোকজন বেশি করতে চাইছেন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে এমন কিছু ব্যবসার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব যে ব্যবসাগুলি খুব সহজেই আপনি বাড়িতে শুরু করতে পারেন।
আজ যে ব্যবসাগুলির কথা বলবো সেগুলির জন্য ঠিকঠাক জায়গা আপনাকে খুঁজতে হবে না কারণ আপনার বাড়ি ছাদটাই হয়ে উঠতে পারে আপনার ব্যবসার জন্য একদম পারফেক্ট জায়গা। ভাবছেন কোন ব্যবসার কথা বলছি? আরে চিন্তা করবেন না সব সবিস্তারে জানানো হবে আপনাদেরকে। (Rooftop Business Ideas)
১) রুফটপ ফিটনেস ক্লাস(Rooftop Fitness Class):
নিজের শরীর ঠিক রাখতে বা সুস্থ থাকতে অনেকেই ব্যায়াম করে থাকেন। কেউ বাড়িতেই করেন শরীরচর্চা আবার কেউ যান জিমে(Gym)। এই ভাবনা মাথায় রেখে ছাদের মধ্যে যেসব লাভজনক ব্যবসা করা যায়, তার মধ্যে অন্যতম হল রুফটপ ফিটনেস ক্লাস(Rooftop Fitness Class)।
এই ফিটনেস ক্লাসে থাকবে বিভিন্ন ধরনের যোগাসন, পিলাটেজ এবং বুট ক্যাম্প স্টাইল ওয়ার্কআউট। প্রকৃতির ছোঁয়াতে এই ওয়ার্কআউটগুলি (Workout) করতেও আপনার গ্রাহকরা খুশি হবেন।
২) রুফটপ রেস্তোরাঁ-ক্যাফে(Rooftop Cafe):
অনেকেই আজকাল এই ব্যবসা করছেন। এই ব্যবসা জনপ্রিয়ও বটে। বাড়িতে বড় ছাদ থাকলে অনায়াসেই শুরু করতে পারেন এই ব্যবসা।
বিভিন্ন ধরনের কফি থেকে শুরু করে অন্যান্য লোভনীয় খাবার ও ভিন্ন রকম পানীয় রাখবেন বাজারের চাহিদা অনুযায়ী। শুধু কফি নয়, এর সাথেই আপনার ছাদের প্রাকৃতিক সৌন্দর্যও সবার মন কেড়ে নেবে।
৩) রুফটপ পুল(Rooftop Pool):
এই ব্যবসাটিও ছাদ ব্যবসার জন্য পারফেক্ট(Perfect)। তবে প্রধানত বড়ো বড়ো হোটেল, অ্যাপার্টমেন্ট অথবা ফিটনেস সেন্টারের (Hotel, Apartment or Fitness Center) ছাদেই এই ব্যবসা সকলে করে থাকেন।
বিশেষ করে এই গরমের দিনে আরামে শরীর ভেজানোর আরাম আর সঙ্গে প্রাকৃতিক দৃশ্য! জমে ক্ষীর হয়ে যাবে।
৪) রুফটপ সবজির বাগান(Rooftop Vegetable Garden):
বাগান করতে ভালোবাসেন? নিজের জমির তৈরি সবজি খেতে চান কিন্তু জায়গার অভাবে সম্ভব হয়না? তাহলে এই ব্যবসাটি একদম উপযুক্ত আপনার জন্য। ছাদবাগানে লাগিয়ে ফেলুন নানা রকম সবজি। বাড়ির তৈরি কোনোরকম রাসায়নিক ছাড়া (Without Chemical) এই সবজির চাহিদা প্রচুর।
ভেজাল বা রাসায়নিক ছাড়া সবজি কে না চাইবে বলুন! ফলে ছাদে তৈরি এই ব্যবসা করলে ভালো মত লাভবান হতে পারবেন।
৫) রুফটপ গ্রিনহাউজ(Rooftop Green House):
এই ব্যবসাটিও সবজি চাষ ঘিরেই। ছাদের ওপর নিয়ন্ত্রিত পরিবেশে ফসল ফলানো যাবে এই ব্যবসার মাধ্যমে।
যে কোনও ধরনের সবজি, হার্বস কিংবা ফুলের চাষ করে দারুন আয় করা সম্ভব।
-Written by Riya Ghosh