ব্যবসা-বাণিজ্য

Business Ideas: চাকরির পাশাপাশি ব্যবসা করে লাভবান হতে চান? রইলো সেরা ৪টি আইডিয়া।

বর্তমান যুগে দ্রব্যমূল্য দিনদিন বৃদ্ধি হচ্ছে তাই সব মানুষ চায় বাড়তি রোজগারের রাস্তা যাতে সংসার সামলাতে হিমশিম খেতে না হয়। আর বাড়তি রোজগার মানেই তো ব্যবসার আইডিয়া যা রমরমিয়ে চলবে ঠিকঠাক করতে পারলে। আজ আমরা তাই নিয়ে এলাম আপনার জন্য কিছু অন্যরকম ব্যবসার আইডিয়া(Business Ideas) যা সহজেই আপনি করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া এক্সপার্ট(Social Media Expert):
বর্তমান যুগ মানেই সোশ্যাল মিডিয়ার রমরমা আর সোশ্যাল নেটওয়ার্কসে ব্যবসাও চলে দারুণ ভাবে। তবে এই ব্যবসা করার জন্য সোশ্যাল মিডিয়া (Social Media) সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে আপনার।

এমন অনেক সংস্থা আছে যারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের পণ্যের ডিজিটাল মার্কেটিং(Digital Marketing) -এর মাধ্যমে আরো বেশি সুবিধার জন্য এক্সপার্ট নিয়োগ করে থাকে। সপ্তাহের অন্যদিন কাজে ব্যস্ত থাকলেও, সপ্তাহান্তে খুব সহজেই এই ব্যবসা করে ব্যাপক পরিমাণে আয় করতে পারবেন।

রিয়েল এস্টেট পরিষেবা(Real Estate Service):
রিয়েল এস্টেট মানেই বাড়ি বা অফিস সংক্রান্ত বিষয় তা সবাই জানেন। রিয়েল এস্টেট এজেন্ট (Real Estate Agent) হয়ে উঠতে পারেন আপনি। যাঁরা নিজেদের বাড়ি অথবা অফিস নির্মাণ করতে চান, তাঁদেরই প্রধানত রিয়েল এস্টেট এজেন্টদের দরকার পরে।

এই রিয়েল এস্টেট এজেন্টরা মূলত কী ধরনের জমি নেওয়া উচিত এবং অফিস ও বাড়ির জন্য কোন বিষয়গুলি করা উচিত, সেই সব নিয়েই পরামর্শ (Suggestion) দিয়ে থাকেন। এই কাজের পরিবর্তে এই ধরনের এজেন্টরা ভালো কমিশন (Commission) পেয়ে থাকেন। তবে এর জন্য ব্যবসাটা ভাল ভাবে বুঝতে হবে আগে। সপ্তাহের শেষে সহজেই করতে পারবেন এবং তাতে খুব ভালো আয়ও হবে।

গ্রাফিক ডিজাইনিং(Graphic Designing):
গ্রাফিক ডিজাইনিং জানলে তো এর থেকে ভালো উপার্জনের রাস্তা আর হয়না। সাত সপ্তাহ কাজের শেষে গ্রাফিক ডিজাইনিংয়ের ব্যবসা শুরু করা যেতে পারেন দুটি দিনেই আর এই কাজের চাহিদাও প্রচুর এখন। বহু সংস্থাই বিভিন্ন ধরনের পণ্য বানায় এবং তার জন্য চায় ডিজাইন করা লেবেলের প্রয়োজন পরে। সেই লেবেল তৈরির জন্য সংস্থাগুলি বিভিন্ন গ্রাফিক ডিজাইনার (Graphic Designer) নিয়োগ করে থাকে। এর ফলে উপার্জনও হয় খুব ভালো।

গার্ডেনিং বা বাগান তৈরি(Gardening):
আপনি কি প্রকৃতিপ্রেমী? তাহলে তো আপনার ভীষণ পছন্দের কাজ হতে চলেছে এটি। সপ্তাহের মাত্র দুটি দিনেই এই ব্যবসা করলে নিজের শখ তো পূরণ করতে পারবেনই এবং আপনার প্রচুর আয়ও হবে।

এই ব্যবসার জন্য প্রথমেই আপনার দরকার বিভিন্ন ধরনের গাছ বিশেষত আকর্ষণীয় ফুল কিংবা ফুলের গাছ। আপনার গ্রাহকের পছন্দ অনুযায়ী গাছ বড়ো করে বা আমদানি করে বিক্রি করা যেতে পারে এবং বাগানের গাছ ও ফুল বিক্রি করে ভাল মুনাফা লাভ করতে পারবেন। এর জন্য একটা দোকানও খুলতে পারেন।

ইলেকট্রনিক সামগ্রী মেরামত(Repair of electronic equipment):
আধুনিক সময়ে প্রযুক্তির উন্নতির ফলে ইলেকট্রনিক গ্যাজেটের (Electronic Gadgets) দিনদিন বেড়েছে। ফলে সপ্তাহান্তে এই সমস্ত গ্যাজেট সারানোর ব্যবসা করেও আপনি ভাল আয় করতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker