ব্যবসা-বাণিজ্য

Online Earning Ideas for Students: ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে আয় করার ১২টি উপায়। ঝটপট জেনে নিন।

বর্তমান যুগে সরকারি চাকরির (Government Job) চাইতে ব্যবসা এবং অনলাইনে আয় করার পথে সকলেই অগ্রগামী। অনলাইনে কাজ করার সুবিধা হলো যে এতে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বয়সসীমা বা শিক্ষাগত যোগ্যতার দরকার পরে না। আজকের এই প্রতিবেদনটিতে আমরা বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন মাধ্যমে টাকা রোজগার করার পথ বলতে এসেছি। (Online Earning Ideas for Students)

অনেক ছাত্রছাত্রীই আছেন যাঁদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না অথচ তাঁরা পড়তে চান এবং নিজের ও নিজের প্রিয়জনদের ছোটো ছোটো শখ ও পূরণ করতে চান কিন্তু ওই যে বললাম, আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্য পারেন না। তবে এর সুরাহা অবশ্যই আছে। বেশকিছু অনলাইন মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারেন পড়াশোনা করার পাশাপাশি এবং স্বনির্ভর হয়ে উঠতে পারেন। কী সেই উপায়? আসুন দেখে নিই।

অনলাইনে অর্থ উপার্জন করার ১২টি উপায়(12 Best Ideas for Students to Earn Online) :

১) ইউটিউবের মাধ্যমে অর্থ উপার্জন:
এই ইউটিউব (Youtube) কি জিনিস তা নিশ্চয় বলে দিতে হবেনা। এটিও বর্তমান যুগে ইউটিউবের মাধ্যমে অর্থ উপার্জন একটি ভালো উপায়। মানুষ মূলত নিজের অবসর সময়ে ইউটিউবে ভিডিও খোঁজেন একটু বিনোদনের আশায়। আপনিও বাড়িতে বসে খুব সহজেই ভিডিও বানিয়ে ইউটিউবে পাবলিশ করতে পারেন।

শুধুমাত্র দরকার একটি ইউটিউব চ্যানেলের। যা আপনি সহজেই বিনামূল্যে খুলে ফেলতে পারেন। তবে ভিডিও প্রকাশের আগে কয়েকটি জিনিস মাথায় রাখা জরুরি। সেগুলি হলো:
i) নিজের বানানো ভিডিও অর্থাৎ একদম নিজস্ব ভিডিও পাবলিশ করুন। কোনোরকম কপিরাইট (Copyright Free) নেই এমন মিউজিক বা ছবি বা ভিডিও ব্যবহার করুন সবসময়।
ii) এমন বিষয়ে ভিডিও বানাবেন যেটা মানুষ বেশি পছন্দ করবে। এমনটা করলে আপনার ভিডিও বেশি বেশি মানুষ দেখবে আর আপনার কাছে আসবে দ্রুত সাফল্য।
iii) আপনি যা পারেন অর্থাৎ যে বিষয়ে পারদর্শী যেমন নাচ, গান, সাজসজ্জা, মেকআপ, ক্রাফটিং (Dancing, Singing, Makeup, Crafting) যা আপনি ভালো পারেন সেই বিষয় নিয়েই ভিডিও বানান।
iv) ভিডিও তো করে ফেললেন কিন্তু সবথেকে বেশি দরকারি হলো উপস্থাপনা অর্থাৎ ভিডিও তৈরির পরে এডিটিং করুন সুন্দর করে তারপর পাবলিশ করুন। ভালো ভাবে উপস্থাপনা করলে আপনার চ্যানেলের দর্শক বাড়বে।

এছাড়া আপনি ভিডিওতে গুগল এডসেন্সের (Google Adsense) মাধ্যমে আয় করতে পারবেন সারাজীবন ধরে।

২) ব্লগিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন:
আপনি কি লিখতে ভালোবাসেন? লেখার ওপরে ভালো দখল আছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে আপনি ব্লগিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। ব্লগিং শুরু করার আগে আপনার দরকার একটি ওয়েবসাইটের যা আপনি খুব সহজেই বিনামূল্যে খুলতে পারেন।

ওয়েবসাইট (Website) তো খুললেন এবার আসল কাজ শুরু করার আগে কিছু জিনিস মাথায় রাখুন। সেগুলি হলো:
i) ব্লগে এমনকিছু আর্টিকল (Article) লিখুন যা হবে একদম কপিরাইট ফ্রি (Copyright Free) নইলে আপনার ওয়েবসাইটটি অন্য ওয়েবসাইটের মালিক ব্যান (Ban) করে দিতে পারে।
ii) এমন আর্টিকল লিখবেন যা মানুষের উপকারে আসবে।
iii) কমপক্ষে ১০০০ শব্দের মধ্যে আর্টিকল লেখার চেষ্টা করুন। লেখা যত বড় হবে তত ভালো। বড় লেখা কিন্তু প্রাসঙ্গিক লেখা হতে হবে।
iv) SEO আর্টিকল লেখার চেষ্টা করুন।
v) প্রতিদিন লেখা দিতে থাকুন।

প্রতিদিন কপিরাইট ফ্রি লেখা লিখুন এবং গুগল এডসেন্সের জন্য আবেদন করে রাখুন।

৩) আর্টিকল লিখে উপার্জন:
অনলাইনে এমন অনেক ব্লগার বা ব্লগিং ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন যারা আর্টিকেল লেখার জন্য লেখক খোঁজে। আপনি যদি লেখার ক্ষেত্রে পারদর্শী হয়ে থাকেন তাহলে এইসব ব্লগিং ওয়েবসাইটে গিয়ে (Blogging Article) আর্টিকল লিখতে পারেন এবং ভালোমতো আয় করতে পারবেন।

ঘরে বসেই এই কাজ করতে পারবেন তবে লেখার আগে কিছু জিনিস খেয়াল রাখুন:
i) কপিরাইট ফ্রি কন্টেন্ট (Copyright Free Content) লিখুন।
ii) এমন ভাবে লিখুন যা মানুষের কাছে সহজে বোধগম্য হবে।
iii SEO যুক্ত আর্টিকল লেখার চেষ্টা করুন।

কন্টেন্ট রাইটিং (Content Writing) বর্তমানে খুব সহজেই বেশ ভালো অঙ্কের অর্থ উপার্জন করার পথ।

৪) ড্রপ শিপিং থেকে আয়:
বর্তমান সময়ে অনলাইন মাধ্যমে অর্থ উপার্জন করার একটি ভালো উপায় হলো ড্রপ শিপিং। ড্রপ শিপিং (Drop Shipping) বলতে বোঝায় আপনি অন্য কোনো ই-কমার্স সাইটের পণ্য নিজেই ক্রেতাদের কাছে বিক্রি করে আয় করবেন।

সম্পূর্ণ বিনামূল্যে শুধু একটি ঠিকঠাক ওয়েবসাইট থাকলেই আপনি এই কাজটি করতে পারবেন। কিভাবে? আসুন জানি।

Amazon, Alibaba ইত্যাদি জনপ্রিয় ওয়েবসাইটগুলি যে দামে তার পণ্য বিক্রি করবে, আপনাকে তার কিছু বেশি দামে সেই পণ্যটিকে নিজের ওয়েবসাইটে বিক্রি করতে হবে। অতিরিক্ত দামটিই হবে আপনার লাভের অঙ্ক।

৫) Affiliate Marketing এর মাধ্যমে আয়:
সবার আগে জানতে হবে যে এই Affiliate Marketing কী জিনিস? এটিও বর্তমানে অর্থ উপার্জন করার লাভজনক উপায়গুলির মধ্যে একটি। Affiliate Marketing বলতে বোঝায় কোনো ই-কমার্স সাইটের পণ্য প্রমোট করে বিক্রি করিয়ে দেওয়া।

হ্যাঁ, এই প্রমোটের কাজটি আপনিই করবেন এবং পরিবর্তে সেইসব পণ্যের সাইট থেকে পাবেন কমিশন। ঘরে বসেই এই কাজটি আপনি করতে পারবেন। নিজের যেকোনো ব্লগ বা ইউটিউবের চ্যানেলের মাধ্যমেও এইসব সাইটের পণ্যের লিঙ্ক শেয়ার করে দিতে পারেন এবং যখন কোনো ক্রেতা আপনার দেওয়া লিঙ্কে প্রবেশ করে সেই পণ্যটি কিনবেন তখন আপনি কমিশনের (Commission) মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।

৬) ই-বুক লিখে অর্থ উপার্জন:
ছাত্রছাত্রীদের জন্য ই-বুক (E-book) লিখে অর্থ উপার্জন করা হলো একটি ভালো উপায়। যেকোনো বিষয়ের উপর ই-বুক লিখতে পারেন আপনি। তবে বিষয় যেন এমন হয় যা পড়লে পাঠকদের মনে আগ্রহের সৃষ্টি হয় তা দেখবেন।

কোনো বিষয়ে ভালোমতো এবং স্বচ্ছ ধারণা নিয়ে তবেই আপনি ই-বুক লিখবেন। বর্তমানে ই-বুক লেখার জন্য অনেক মাধ্যম আছে। Amazon এর ‘Kindle Direct Publishing E-book’ এরকমই একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের লেখা ই-বুক পাবলিশ করতে পারেন।

৭) অনলাইনে ছবি বিক্রি করে আয়:
বর্তমানে প্রায় সকলেই ছবি তুলতে ভালোবাসে। বিশেষত বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ছবি তুলতে খুব ভালোবাসে। বন্ধুদের ছবি হোক কি প্রকৃতির ছবি, সব মিলিয়েই ভালো ছবি তোলেন অনেকেই।

হ্যাঁ এইসব ছবিগুলো বিক্রি করেই আপনি বেশকিছু অর্থ উপার্জন করতে পারেন। অনলাইনে অনেক বিক্রেতাই আছেন যাঁরা বিভিন্ন সাইট থেকে অনলাইনে ছবি ক্রয় করে থাকেন।

এইসব সাইটে নিজেদের তোলা ছবি আপলোড করুন এবং আপনার ছবি কারো পছন্দ হলে সেই ছবি ক্রয় করলেই আপনি পেয়ে যাবেন মনমতো অর্থ। অনলাইনে এরকম অনেক সাইট আছে। জনপ্রিয় কিছু সাইট হলো- আইস্টক, ফটোড্যুন, সাটারস্টক ইত্যাদি।

৮) অনলাইনে শিক্ষকতা করে উপার্জন:
বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পড়ানো অনেক পুরোনো একটি উপার্জনের উপায়। যুগের তালে এই উপায়েও পরিবর্তন ঘটেছে। বর্তমানে অনলাইন মাধ্যমে পড়ানো খুব জনপ্রিয়।

অনলাইনে দেশ ও বিদেশের বহু ছাত্র তাদের জন্য গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা খোঁজে। পড়ুয়াদের থেকেও তাদের মা বাবা আরো বেশি করে খোঁজেন। আপনি এই সুযোগ কাজে লাগিয়ে আপনার পড়ানোর প্রতিভাকে দেশে বিদেশে প্রচার করাতে পারেন এবং রোজগার করতে পারেন।

৯) প্রশ্ন উত্তরের মাধ্যমে আয়:
এই ক্ষেত্রে আপনার বুদ্ধি এবং মেধাকে কাজে লাগিয়েই উপার্জন করতে পারেন তাও বাড়িতে বসে। আপনি যে বিষয়গুলিতে পারদর্শী অর্থাৎ ইংরেজি, বাংলা, অঙ্ক ইত্যাদি যে বিষয় আপনি ভালো পারেন সেই বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েই রোজগার করতে পারেন।

আপনি উত্তর দিলেন এবং সেই উত্তর যদি হয় নির্ভুল তবে ভিন্ন ভিন্ন সাইট থেকে আপনাকে নিয়োগের অনুরোধ পাঠাবে এবং সামান্য প্রশ্নের উত্তর দিয়েই রোজগার করতে পারবেন।

১০) সার্ভের মাধ্যমে আয়:
বিভিন্ন কোম্পানি অনলাইনে তাদের পণ্য সম্পর্কে সাধারণ মানুষের মূল্যবান মতামত চায়। এই সার্ভেগুলির মাধ্যমে আপনি আয় করতে পারেন। কোম্পানিগুলির জন্য এই সার্ভেগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনলাইনে বেশ কিছু সাইট আছে যেখানে দিনের মাত্র ২০-৩০ মিনিট ব্যয় করলেই আপনি অর্থ উপার্জন করতে পারেন। এই সার্ভেগুলিতে কত টাকা পাবেন তা কোম্পানির তরফে আগেই বলে দেওয়া থাকে।

১১) ই-কমার্স থেকে উপার্জন:
E-commerce হলো উপার্জন করার অন্যতম সেরা উপায়। E-commerce বলতে বোঝায় বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের মাধ্যমে অনলাইনে ব্যবসা করা।

অনলাইনে পণ্য বেচা কেনাও এর আওতায় আছে। মানুষ বর্তমানে অনলাইনেই বেশি কেনাকাটা করে থাকেন তাই বেশ লাভজনক একটি উপায় এটি। এইভাবেই আপনিও মানুষের চাহিদা অনুযায়ী E-commerce সাইটে পণ্য রাখুন ও সেই পণ্য ক্রেতা কিনলেই আপনার উপার্জন।

তবে কিছু জিনিস মাথায় রাখুন:
i) অবশ্যই মানুষের চাহিদা অনুযায়ী পণ্য রাখবেন।
ii) অবশ্যই লক্ষ্য রাখুন যে যেন আপনার পণ্য ভালো মানের হয়। ক্রেতাদের আপনার প্রতি বিশ্বাস জন্মালেই আপনার লাভ।
iii) প্রথম দিকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করুন। পরে ক্রেতাদের সংখ্যা বাড়লে ঠিকঠাক দাম রাখুন।

১২) গ্রাফিক ডিজাইন করে উপার্জন:
গ্রাফিক ডিজাইন(Graphic Design) ও একটি ভালো উপায়। বেশ জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে এটি। ঘরে বসেই মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারেন এই উপায়ে আপনি।

গ্রাফিক ডিজাইন জানলে যেকোনো মার্কেটপ্লেস বা বড় বড় কোম্পানিতে আপনাকে নিয়োগের ডাক দেবে। এর জন্য Upwork, Freelancer, Fiber ইত্যাদি বেশ কিছু জনপ্রিয় সাইট রয়েছে।

গ্রাফিক ডিজাইন করতে আপনার প্রথমে প্রয়োজন হবে ভালোমানের প্রতিষ্ঠানের যাতে ভালোভাবে শিখতে পারেন। আপনি ইউটিউবের মাধ্যমেও শিখতে পারেন। টাকা লাগেনা এমন কিছু সাইটেও শিখতে পারেন।

ভালোমতো এই কাজ শিখে গেলেই কেল্লা ফতে! প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি।

আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের উপকার করতে পেরেছি। পদ্ধতিগুলি অবলম্বন করুন ও অর্থ উপার্জন করুন। স্বনির্ভর হয়ে উঠুন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker