Business Idea: কম অর্থ বিনিয়োগ করে বর্ষার মরশুমে এই ব্যবসা করে করুন প্রচুর ইনকাম করুন।
বর্তমানে চাকরির থেকে বেশি সবাই ব্যবসার দিকে ঝুঁকছেন। চাকরির বাজার মন্দা হওয়ায় এই প্রবণতা আরো বেশি। কিন্তু ব্যবসা মানেই কিছুটা অর্থ বিনিয়োগ (Investment) করতেই হবে। আবার ব্যবসাতে থাকে ঝুঁকিও। এইসব চিন্তা করে অনেকেই ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন।
বর্ষাকাল প্রায় আগত। প্রায় রোজই হচ্ছে বৃষ্টি। আজ এই বৃষ্টির মরশুমেই চুটিয়ে করা যায় এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে যাতে বিনিয়োগের পরিমাণ কম, লাভ প্রচুর এবং বেশি ঝামেলারও নয় এই ব্যবসাটি। আসুন কোন ব্যবসার কথা বলছি তা জানা যাক। (Business Idea in Monsoon)
আমরা বলছি ‘রেনকোট’ বা ‘বর্ষাতি'(Raincoat)-এর ব্যবসার কথা যা এই বর্ষার সময়ে একদম সঠিক এবং বিনিয়োগের পরিমাণও খুবই কম কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি?
কেন আপনি রেনকোট বা বর্ষাতির ব্যবসা করবেন?
রেনকোট বা বর্ষাতির কাজ কী সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবেনা। বৃষ্টির সময়ে ছাতা এবং রেনকোটই হলো আপনার ত্রাতা। এই মরশুমে তাই এর থেকে বেশি ভালো ব্যবসা আর হয়না।
প্রধানত বৃষ্টির দিনে গ্রাম হোক বা শহর, সব জায়গায় সকল মানুষের সবথেকে বেশি প্রয়োজন হয় এই জিনিসটির। রেনকোট(Raincoat), ছাতা(Umbrella) ব্যবহার সবাই করেন। আপনি তাই রেনকোটের পাশাপাশি ছাতাও রাখতে পারেন। তাতে লাভ হবে আরো বেশি।
আবার ছাতা শুধু বর্ষাকাল নয়, গ্রীষ্মকালেও ছাতার প্রচুর চাহিদা থাকে। এবার এই জিনিসদুটিকে সামনে রেখে স্বল্প বিনিয়োগের মাধ্যমেই শুরু করতে পারেন ব্যবসা।
বিনিয়োগের পরিমাণ (Amount of Investment) কত হতে পারে?
যেহেতু যেকোনো ব্যবসা ছোট থেকে বড় মাত্রায় নিয়ে যাওয়া উচিত, সেহেতু বিনিয়োগও স্বল্প করলেই হবে। ছোট মাত্রায় এই ব্যবসা শুরু করতে আপনার মাত্র ৫০০০/- টাকা বিনিয়োগ করতে হতে পারে। ধীরে ধীরে ব্যবসাটি বড় হলে আপনার অভিজ্ঞতা অনুযায়ী বিনিয়োগের মাত্রাও বাড়াতে পারবেন।
কিভাবে শুরু করবেন এই ব্যবসা?
স্থানীয় পাইকারি বাজার থেকেই আপনি আপনার ব্যবসার জরুরি সামগ্রী কিনে নিতে পারেন। এরপরে স্থানীয় বাজারেই বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
এছাড়াও অনলাইনে আজকাল বিভিন্ন ওয়েবসাইটের (Website) মাধ্যমেও এগুলির দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অনলাইনেও আপনার সামগ্রী বিক্রি করতে পারবেন।
এই ব্যবসায় লাভ কেমন?
আপনি ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত লাভ সহজেই করতে পারবেন পাইকারি বাজার থেকে সামগ্রী কিনে আবারও স্থানীয় বাজারেই এগুলিকে বিক্রি করার মাধ্যমে।
মাসের শেষে আপনি খুব সহজেই এই ব্যবসা থেকে ১৫,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আবার অনলাইনের (Online) মাধ্যমে আপনার ব্যবসা বাড়ালে এই লাভের অঙ্কও বৃদ্ধি পাবে।
-Written by Riya Ghosh