শিক্ষার খবর

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ, জানুন বিস্তারিত।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (BU University) শুরু হতে চলেছে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ২০২৩-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির নির্দেশিকা মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। সদ্য স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, কলা, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার (Science, Arts, Commerce and Business Administration) বিভিন্ন বিষয়ের পাশাপাশি আরও অনেক বিষয়ে ভর্তি হবার সুযোগ পাবেন। (The University of Burdwan Admission)

কোন কোন বিষয় অর্থাৎ শাখা অনুযায়ী কোন কোন বিষয়ে পড়ানো হবে তা নিম্নে বিস্তারিত ভাবে বলা হলো:

1. বিজ্ঞান শাখা:

i) উদ্ভিদবিদ্যা (Botany)
ii) রসায়ন (Chemistry)
iii) পরিবেশ বিজ্ঞান (Environmental Science)
iv) পদার্থবিদ্যা (Physics)
v) প্রাণিবিদ্যা (Zoology)
vi) ভূগোল (Geography)
vii) সংখ্যাতত্ত্ব (Numerology)
viii) গণিত (Mathematics)
ix) মনোবিদ্যা (Psychology)
x) বায়োটেকনোলজি (Biotechnology)
xi) কম্পিউটার সায়েন্স (Computer Science)
xii) জিওস্পেশাল সায়েন্স (Geospatial Science)
xiii) ফিজিয়োলজি (Physiology)
xiv) জিওলজি (Geology)
xv) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (Electronics and Communication)
xvi) মাইক্রোবায়োলজি (Microbiology)
xvii) মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স (Molecular Biology and Human Genetics)
xviii) নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেল্থ (Nutrition and Public Health)
উপরোক্ত সকল বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ রয়েছে।

2. কলা শাখা:

i) বাংলা (Bengali)
ii) ইংরেজি (English)
iii) অর্থনীতি (Economics)
iv) হিন্দি (Hindi)
v) ইতিহাস (History)
vi) রাষ্ট্রবিজ্ঞান (Political Science)
vii) দর্শন (Philosophy)
viii) গণজ্ঞাপন (Mass Communication)
ix) সাঁওতালি (Santali)
x) সংস্কৃত (Sanskrit)
xi) উর্দু (Urdu)
xii) আরবিক (Arabic)
xiii) ফরাসি (French)
xiv) উইমেনস স্টাডিজ (Women’s Studies)
xv) এডুকেশন (Education)
xvi) হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক (Hindustani Classical Vocal Music)
xvii) রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet)

উপরোক্ত সকল বিষয় ছাড়াও শিক্ষার্থীরা বাণিজ্য বিষয়ে (Commerce Subject) ভর্তি হতে পারবেন।

3. Business Administration বিভাগ:

i) Human Resources,
ii) Tourism and Library Science,
iii) Law
iv) Education
v) Physical Education
বিভাগেও ভর্তির জন্য অনলাইন পোর্টাল (Online Portal) চালু করা হবে।

ভর্তির প্রক্রিয়া:

শিক্ষার্থীদের অনলাইনেই ভর্তি করা এবং কাউন্সেলিং (Counselling) এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ভর্তির তারিখ:

আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে।

পাঠক্রম এবং ভর্তি সংক্রান্ত আরও তথ্য জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) নজর রাখতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker