চাকরির-খবর

ISI Recruitment: সরাসরি ইন্টারভিউ দিয়ে ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থাতে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করুন

ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থা তথা Indian Statistical Institute (ISI) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মূলত পশ্চিমবঙ্গ রাজ্যে হবে এই কর্মী নিয়োগ। নুন্যতম উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ (Passed in Higher Secondary Examination) হলেই করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গের যেকোনো নাগরিক (Citizen of West Bengal) এই নিয়োগের জন্য করতে পারেন আবেদন। আবেদন প্রক্রিয়া সমেত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে। (ISI Recruitment)

নিয়োগকারী সংস্থা:

ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থার অর্থাৎ Indian Statistical Institute (ISI)

পদের নাম:

Junior Engineer(Electrical)

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  • i) প্রার্থীকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ (Higher Secondary Pass) করে থাকতে হবে।
  • ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে Diploma করা থাকতে হবে প্রার্থীর।

মাসিক বেতন:

মাসিক বেতন 45,000/- টাকা থেকে শুরু হচ্ছে ও পরে তা আরো বাড়তে পারে।

নিয়োগ প্রক্রিয়া:

  • i) সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিযুক্ত করা হবে।
  • ii) ইন্টারভিউতে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করা হবে এবং Personality Test নেওয়া হবে। এর ওপর ভিত্তি করেই যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আলাদা করে কোনো রকম আবেদন করার প্রয়োজন নেই।
  • ii) ইন্টারভিউয়ের দিন নিজের যাবতীয় নথিপত্র নিয়ে পৌঁছে যান ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট জায়গায়।
  • iii) নিজের একটি CV বানিয়ে নিয়ে যাবেন আর সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স (Name, Gurdian’s Name, Education Capability, Age, Gender, Category, Work Experience) ইত্যাদি দেবেন।
  • iv) অবশ্যই বৈধ ইমেল এবং ফোন নম্বর (Verified Email and Phone Number) দেবেন সাথে।

সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট (Important Document) একসঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খামের (Sealed Envelope) ভেতর ভরে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়:

আগামী ১০/০৭/২০২৩ তারিখে ঠিক সকাল ১১টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের স্থান:

At the Institute’s Headquarters,
In the Conference Room of the Institute’s Guest House, 205, B.T. Road,
Kolkata – 700108

আরো বিস্তারিত জানতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) চোখ রাখুন।

Important Links

Official Website: Click Here
Official Notification: Download Now

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker