
মাধ্যমিক পাশেই সরাসরি ইন্টারভিউ দিয়ে রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশিত।
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের (DM Office) গ্রুপ সি পদে কর্মী নিয়োগের (Group C Recruitment) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন শূন্য পদগুলির জন্য।
ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের বিষয়ে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ সি পদে নিয়োগের যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।
পদের নাম-
Group- C (Clerical Service)
মাসিক বেতন-
প্রত্যেক মাসে 10000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা-
সর্বোচ্চ ৬৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য বিষয়ে পাশ হতে হবে। এছাড়া কম্পিউটার, বাংলা এবং ইংরেজি সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে।
কোন সরকারি প্রতিষ্ঠান থেকে রিটায়ার্ড প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থীর র্যাংক যেন গ্রুপ সি এর থেকে কম না হয়।
নিয়োগ পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনে আবেদন করার কোন দরকার নেই। বিজ্ঞপ্তিতে একটি আবেদন পত্র দেওয়া আছে সেটি ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদন পত্রটির সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউস্থলে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ,আধার কার্ড, ভোটার কার্ড,PPO কপি।
ইন্টারভিউ স্থান-
Malda Collectorate,
Malda and Block Development Offices
ইন্টারভিউ তারিখ-
১১/০৪/২০২৩
ইন্টারভিউয়ের সময়-
সকাল ১১ টা ৩০।
Important Links
Official Notification: Download Now
Official Website: Click Here