চাকরির-খবর

WB Govt. Jobs: ১ লাখ ২৫ হাজার চাকরির ঘোষণা রাজ্য সরকারের! কোন ক্ষেত্রে কত নিয়োগ জানালেন মুখ্যমন্ত্রী।

সামনেই পঞ্চায়েত ভোট। যদিও দিন ঘোষণা হয়নি এখনো তবুও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন সরকারি পদে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের(WB Govt. Jobs) ঘোষণা করলেন তিনি। বিস্তারিত জানুন এই প্রতিবেদনের (Article) মাধ্যমে।

গত মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এই ঘোষণা করেন। কোন ক্ষেত্রে কত নিয়োগ হবে সেটিও ঘোষণা করেন তিনি। তিনি ঘোষণা করেন যে, “রাজ্যে প্রাথমিকে স্কুলগুলিতে (Primary School) ১১ হাজার শিক্ষক এবং উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে শীঘ্রই। তাছাড়া রাজ্য সরকারের গ্রুপ ডি (Group-D) পদেও কর্মী নিয়োগ হবে। এই সংখ্যাটা প্রায় ১২ হাজার।”

মুখ্যমন্ত্রী আরো জানান যে, রাজ্যে এবার ৯,৪৯৩ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে। তিনি বলেন, ‘‘রাজ্যে নতুন কর্মী নিয়োগে জোর দিচ্ছে রাজ্য। সব মিলিয়ে বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার চাকরি হবে।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) রাজ্যের প্রায় সব সরকারি পদে নিয়োগের কথা জানিয়েছেন। তিনি জানান, “স্কুল ছাড়াও কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও শূন্যপদে নিয়োগ হবে। তা ছাড়া ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স এবং পুলিশের (Doctor, Nurse and Police) বিভিন্ন পদে ২০ হাজার কর্মীকে নিয়োগ করা হবে।”

প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, কিছু দিন আগে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ নিয়ে আরেকটি আলোচনা চলছিলো মন্ত্রী এবং আমলাদের মধ্যে। তাতে মন্ত্রী ও আমলাদের ওপর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।

সূত্র অনুযায়ী জানা গেছে যে, ছাড়পত্র থাকা সত্ত্বেও বেশ কিছু নিয়োগ আটকে রয়েছে নিয়োগ নিয়ে মন্ত্রী এবং আমলাদের উপর হন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি জানান তাঁর ছাড়পত্র (Clearance) দেওয়া সত্ত্বেও বেশ কিছু পদে নিয়োগ আটকে রয়েছে। তার কারণ জানতে চান মুখ্যমন্ত্রী আর তাতেই ঠিক উত্তর না পেয়ে রেগে যান তিনি।

এমনিতেই রাজ্য সরকারের মাথায় চলছে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা। সেই কারণে রাজ্য নিজেদের ওপরে স্বচ্ছতা আনতে তৎপর। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বেশ কিছু নেতা, বিধায়ক এবং শাসকদলের ঘনিষ্ঠরা।

অন্যদিকে, চাকরির দাবিতে চলছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। রাজ্যের বিভিন্ন পদে শূন্যতাও চোখে পরার মতো। এতদিন নিয়োগ না হওয়ায় বেড়েছে শূন্যপদের সংখ্যা। অথচ এই পদগুলোতে নিয়োগের (Recruitment) জন্য মুখ্যমন্ত্রী আগেই নাকি ছাড়পত্র (Clearance) দিয়েছেন, কিন্তু তবুও নিয়োগ কেন হয়নি তাই নিয়েই মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে এক বছরের মধ্যে নিয়োগপত্র সম্পূর্ণ করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker