চাকরির-খবর

NCERT Recruitment: কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

রাজ্যের তথা দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের NCERT অর্থাৎ National Council of Educational Research and Training এর দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন পদ, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে। শেষ অবধি পড়ুন।

পদের নাম:
Senior Library Attendant
মোট শূন্যপদ:
৪টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচচমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে।
ii) Library Science/Library and Information Science- বিষয়ে বৈধ সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

পদের নাম:
Lower Division Clerk
মোট শূন্যপদ:
৮৪টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচচমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ii) Computer এ typing এ দক্ষ হতে হবে। প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি শব্দ টাইপিং করতে দক্ষ হতে হবে।

পদের নাম:
Electrician
মোট শূন্যপদ:
২টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
ii) Electrician/Wireman trade এ IIT পাশ করা হতে হবে।
iii) এছাড়াও electrical installation এবং ওয়্যারিং এর কাজ জানতে হবে এবং সেই বিষয়ে দুই বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:
Driver Grade 3
মোট শূন্যপদ:
৯টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
ii) প্রার্থীর কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
iii) অন্তত তিন বছরের গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

উক্ত সকল শূন্যপদের ক্ষেত্রে বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
মূল বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা পর্যন্ত। গ্রেড পে ১৯০০/- টাকা।

পদের নাম:
Senior Accountant
মোট শূন্যপদ:
২টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীর অবশ্যই commerce/economics অথবা financial management সংক্রান্ত যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করা হতে হবে।
ii) এরই সঙ্গে প্রার্থীকে ২৪০০ টাকা গ্রেড পে যুক্ত সার্ভিসে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম:
এই পদে মূল বেতন ৯৩০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকা। সঙ্গে ৪২০০ টাকা গ্রেড পে।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইনে।
ii) প্রথমে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট www.ncert.nic.in এ গিয়ে আবেদন করার লিঙ্ক থেকে আবেদন করতে হবে।
iii) এরপর সঠিক অপশনগুলো বেছে এগোতে হবে ও আপনার আবেদন পূরণ করতে হবে।

আবেদন ফি:
বিভিন্ন পদ অনুযায়ী আবেদনের ফি ভিন্ন ধার্য করা হয়েছে। তফসিলি/উপজাতি/শারীরিক প্রতিবন্ধী/প্রাক্তন সরকারি কর্মীদের কোনোরূপ আবেদনের ফি লাগবেনা।

আবেদনের শেষ তারিখ:
১৯শে মে, ২০২৩ সাল।

Important Links:
Official Website: Click Here
Apply Now: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker