Asha Karmi Recruitment: রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মী পদে নিয়োগের আবেদন চলছে
2023: মেদিনীপুরে শূন্যপদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজই আবেদন করুন।
মেদিনীপুরের শহর মহকুমা শাসকের তরফে ছয়টি ব্লকের শূন্যপদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মহিলারা আবেদনের যোগ্য। ইচ্ছুক মহিলারা এখুনি আবেদন করুন। (Paschim Medinipur ASHA Karmi Recruitment)
মেদিনীপুর জেলার যে সকল মহিলারা নিজেরা স্বনির্ভর হতে চান তাঁরা সত্ত্বর আবেদন করুন। এই প্রতিবেদনে আজ আমরা বিশদে সব জানাবো আপনাদের। শেষ অবধি পড়ুন প্রতিবেদনটি।
Table of Contents
পদের নাম:
আশা কর্মী
মোট শূন্যপদ:
বিজ্ঞপ্তিতে বিশদে কিছু জানানো হয়নি।
মাসিক বেতন:
বিজ্ঞপ্তিতে বিশদে কিছু বলা হয়নি তবে সাধারণত প্রতিমাসে ৪,৫০০/- করে টাকা দেওয়া হয় এবং পরে কাজের ভিত্তিতে উৎসাহ ভাতা দেওয়া হবে।
আবেদন শুরু:
১০ই মার্চ, ২০২৩ সাল
আবেদন শেষ:
২৫শে মার্চ, ২০২৩ সাল। সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি।
বয়সসীমা:
সাধারণ ক্যাটাগরির ক্ষেত্রে ৩০ থেকে ৪০ বছর বয়স অবধি এবং সংরক্ষিত ক্যাট্যাগরির ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছর বয়স অবধি।
আবশ্যিক যোগ্যতা:
i) কেবলমাত্র বিবাহিতা/বিচ্ছিন্না/ডিভোর্সি মহিলারা আবেদন করতে পারবেন।
ii) মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ/অনুত্তীর্ণ হতে হবে। এর বেশি শিক্ষিতা হলেও মাধ্যমিকের নম্বরটিই বিবেচিত হবে।
iii) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
iv) গ্রেড-1, গ্রেড-2 S.H.G মেম্বার, ট্রেনিংপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কাররা বাড়তি সুবিধা পেতে পারেন।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
কোনোরকম আবেদনমূল্য লাগবেনা।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন হবে অফলাইনে।
- ii) অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুণ।
- iii) সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
- iv) নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করুন।
জরুরি ডকুমেন্ট:
i) বিবাহিত/বিচ্চিন্না/ডিভোর্সি হবার প্রমাণপত্র।
ii) সঠিক পরিচয়পত্র এবং আধার/ভোটার কার্ড।
iii) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
iv) বয়সের প্রমাণপত্র।
v) রেশন কার্ড(অরিজিনাল ও দুই পিঠের জেরক্স)।
vi) সংরক্ষিত ক্যাট্যাগরির হলে সেটির প্রমাণপত্র
vi) ৫ টাকার ডাকটিকিট লাগানো একটি বড় অফিস খাম
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here
-Written by Riya Ghosh