চাকরির-খবর

IIT Kharagpur Recruitment: আইআইটি খড়গপুরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

Indian Institute of Technology, Kharagpur তাদের সংস্থার বিভিন্ন পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে (IIT Kharagpur Recruitment)। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। আবেদনপদ্ধতি সহ বাকি সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

Employment No. :
R/07/2023

1) পদের নাম:
Executive Engineer

শূন্যপদ:
১টি। (OBC)

শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারীকে B.E/B. Tech এ ফার্স্ট ক্লাস ডিগ্রিপ্রাপ্ত(Degree with First Class) হতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে পুর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে আবেদনকারীর।

মাসিক বেতন:
৬৭,৭০০/- টাকা।

বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

2) পদের নাম:
Deputy Librarian

শূন্যপদ:
১টি

শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে অবশ্যই Library Science/Information Science/Documentation এ কমপক্ষে ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি প্রাপক হতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।

মাসিক বেতন:
৭৯,৮০০/- টাকা।

বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

3) পদের নাম:
Counsellor

শূন্যপদ:
১০টি। (UR-03, SC-02, ST-01, OBC-03, EWS-01)

শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীর অবশ্যই Clinical/Social Phycology তে দক্ষতা থাকতে হবে।
ii) Social Psychology তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীর।
iii) সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।

মাসিক বেতন:
৫৬,১০০/- টাকা।

বয়সসীমা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

4) পদের নাম:
Sports Officer

শূন্যপদ:
১টি।

শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% নম্বরসহ Physical Education এ প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন:
৫৭,৭০০/- টাকা।

বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইনে।
ii) আবেদনকারীকে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট erp.iitkgp.ac.in এ গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
iii) ভালোভাবে আবেদনপত্রটি পূরণ করে একটি শংসাপত্র (Certificate) পাবেন আবেদনকারীরা।
iv) সেই শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দেবেন আবেদনকারীরা।

আবেদন ফি:
i) SC/ST/PWD/Women এর ক্ষেত্রে আবেদন ফি হিসেবে এককালীন ৫০০/- টাকা দিতে হবে।
ii) EWS প্রার্থীদের এককালীন ১০০০/- টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:
১৬ই জুন, ২০২৩ সাল।

আরো বিশদে জানার জন্য সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।

Important Links
Official Website: Click Here
Official Notification: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker