
AIIMS Kalyani-তে 120 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।
চাকরিপ্রার্থীদের সুখবর। সম্প্রতি AIIMS Kalyani-তে 120 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’-র বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের লেভেল 4 থেকে লেবেল 7 বেতনক্রমে বেতন দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই উপযুক্ত যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরা শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
AIIMS Kalyani Recruitment 2023 সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি নিচে বিস্তারিত দেওয়া হল।
Table of Contents
পদের নাম-
গ্রুপ বি এবং গ্রুপ সি এর বিভিন্ন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।
ডায়েটিশিয়ান, হিন্দি অফিসার, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার, ক্যাশিয়ার, মেডিকেল রিপোর্ট টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, জুনিয়ার ইঞ্জিনিয়ার, জুনিয়র একাউন্ট অফিসার, এসিস্ট্যান্ট এডমিনিস্ট্রেটিভ অফিসার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ-
মোট শূন্যপদের সংখ্যা ১২০টি।
বয়সসীমা-
প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
আবেদনের সময়সীমা-
নির্দিষ্ট তারিখ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩০ দিন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
বেতন-
প্রার্থীদের লেভেল 4 থেকে লেবেল 7 বেতনক্রমে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
বিভিন্ন পদে আবেদনের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারী দক্ষতার মাপকাঠি রয়েছে। মূল বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
নিয়োগ পদ্ধতি-
স্কিল টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দেওয়ার প্রয়োজন নেই।
আবেদন পদ্ধতি-
কল্যাণী এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
Official Website: Click Here