Home

রেডিও নিয়ে ছয় মাসের কোর্স করার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

 

টেলিভিশন, ইন্টারনেট এবং মোবাইল আসার অনেক আগে থেকেই মানুষ বেতার বা রেডিওর সাথে পরিচিত হয়েছে। আগে মানুষের বিনোদন বলতে তার একমাত্র মাধ্যম ছিল রেডিও। খবর থেকে শুরু করে গান-বাজনা, বিভিন্ন রকম আড্ডা, অনেক কিছুই হাজির করা হতো রেডিওতে। তবে একবিংশ শতাব্দীতে এসে মানুষ যখন স্মার্টফোনে আবদ্ধ হয়ে আছে তখন আবারও রেডিওর জনপ্রিয়তা বাড়ছে। একটি রেডিও স্টেশনে বিভিন্ন রকম কাজ হয়। কোন কিছুর সম্প্রচার করার আগে তার কনটেন্ট প্ল্যানিং, সাউন্ড সম্প্রচারের সময় ঠিক করা, এডিটিং ইত্যাদি একাধিক বিষয় মাথায় রাখতে হয়। আর এই সম্পর্কিত কোর্স(Radio Production Certificate Course) করাতেই হাজির হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University Courses)। রেডিও নিয়ে ছয় মাসের কোর্স করার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই বিষয়ে ভর্তির (JU Radio Production Admission 2023) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। জেনে নিন বিস্তারিত।

সংশ্লিষ্ট বিভাগ-

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন এবং কালচারের তরফ থেকে রেডিও প্রোডাকশনের এই সার্টিফিকেট কোর্সটি চালু করা হয়েছে। কোর্সেরও নাম দেওয়া হয়েছে রেডিও প্রোডাকশন।

কোর্সের মেয়াদ-

মোট ছয় মাস ধরে এই কোর্সটি করানো হবে।

মোট শূন্যপদ-

এই কোর্সের জন্য মোট ৩০ টি শূন্য পদ রয়েছে।

কোর্সের মূল্য-

এই কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে 15 হাজার টাকা। তাছাড়া মোট কোর্স ফি এর ওপর ১৫ শতাংশ জিএসটি দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

ন্যূনতম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই এই কোর্সের জন্য আবেদন করা যাবে। যারা অন্য কোন কোর্স করছেন বা চাকরিতে যুক্ত আছেন, তারাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

কোর্সের সময়-

প্রত্যেক সপ্তাহে তিন দিন কোর্স এর ক্লাস করানো হবে। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে ক্লাস।

ভর্তি প্রক্রিয়া-

ভর্তির জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। সেই ভিত্তিতেই প্রার্থীদের ভর্তি করা হবে।

লিখিত পরীক্ষার তারিখ-

আগামী ৩০ সেপ্টেম্বর তারিখে দুপুরে ১১ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। ওই দিনই লিখিত পরীক্ষার পর দুপুর দেড়টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন পদ্ধতি-

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে ৫০ টাকার বিনিময়ে। এরপর সেটি পূরণ করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে পরীক্ষার দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

Official Website: Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker