বন্ধুরা এই পেজে আপনারা জানতে পারবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কবে প্রকাশিত হবে? কিভাবে চেক করবেন? সেই বিষয়ে। নীচে আমরা বিস্তারিত আলোচনা করলাম। অনেক উপায়ে আপনারা WB Higher Secondary Result 2022 দেখতে পারবেন।
আজ বিকাল ৪ টের দিকে উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশিত করবে পর্ষদ।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখা যায়?
ছাত্রছাত্রীরা নিজেদের রেজিস্ট্রেশন নং ও জন্মতারিখ দিয়ে WB Higher Secondary Result 2021 দেখতে পারবে।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbresults.nic.in এবং exametc.com,wwwresults.siksha, indiaresults.con সাইটে প্রবেশ করে রেজাল্ট দেখা যাবে।
এছাড়াও ছাত্রছাত্রীরা SMS-এর মাধ্যমে “WB <Space> Registration No” এবং এটি পাঠিয়ে দিতে হবে 56070/56263/5676750 নম্বরে। কিছুক্ষণের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট চলে আসবে নম্বরে।
এ বছর মহামারির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হয়েছে সংসদকে।
এই বছর প্রায় ৯ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল।
ওয়েস্ট বেঙ্গল উচ্চমাধ্যমিক রেজাল্ট মূল্যায়নে যদি কেউ সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে মহামারি স্বাভাবিক হলে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবে।
এবং সেই পরীক্ষার নম্বর উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে ধরা হবে ।