Homeউচ্চমাধ্যমিক

উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022 [🔴Check Now] | WB Higher Secondary Result 2022

WB Higher Secondary Result 2022: বন্ধুরা এই পেজে আপনারা জানতে পারবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কবে প্রকাশিত হবে? উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কিভাবে দেখব ? সেই বিষয়ে নীচে আমরা বিস্তারিত আলোচনা করলাম।

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে সমস্ত নিজস্ব বিদ্যালয়ে। অর্থাৎ সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন নিজেদের স্কুল পরীক্ষা সেন্টার থেকেই। সকল বিধি মেনেই নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

এবছরের পরীক্ষা হয়েছিল ৪ই এপ্রিল থেকে এবং পরীক্ষা শেষ হয় ২৭শে এপ্রিল ২০২২ পর্যন্ত। ইতিমধ্যে পরীক্ষার্থীদের মনে প্রশ্ন এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 কবে?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 কবে? 

এবছরের ২০২২ উউচমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে ১০ই জুন (শুক্রবার) ২০২২ তারিখে। পর্ষদের সংবাদ সম্মেলনের মাধ্যমে সকাল ১১ টার সময় রাজ্যের বিভিন্ন জেলার ফলাফল, মেধার ভিত্তিতে হওয়া সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রছাত্রিদের নামের তালিকা ঘোষণা হবে। এবং অনলাইনে রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে সকাল ১১:৩০ মিনিট থেকে।

HS-র মার্কশিট ও শংসাপত্র কবে থেকে দেওয়া হবে? 

তবে এবছর একটু পরিবর্তন করা হয়েছে মার্কশিট বিলি সংক্রান্ত বিষয়ে। যেমন দিনের দিনের এবছর দেওয়া হবেনা উচ্চমাধ্যমিকের  মার্কশিট ও শংসাপত্র।

রেজাল্ট বেরানোর প্রায় ১০ দিন পর স্কুল থেকে 2022 উচ্চমাধ্যমিকের  মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করা যাবে নিজেদের নথি দেখিয়ে।

নিন্মে আপনাদের জন্য এইচএস (উচ্চমাধ্যমিক) পরীক্ষার রেজাল্ট দেখার সমস্ত পদ্ধতি দেওয়া রইলো। এক এক করে দেখে নিন। আর হ্যাঁ, আপনি কত নম্বর পাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের…

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 কিভাবে দেখব ? 

রেজাল্ট যেদিন প্রকাশিত হবে অর্থাৎ ১০ই জুন ২০২২ সকাল ১১:৩০ মিনিট থেকে ছাত্রছাত্রীরা @wbresults.nic.in সাইটে নিজেদের Registration Number বসিয়ে রেজাল্ট দেখতে পারবেন খুব সহজেই। এটির জন্য ইন্টারনেটের প্রয়োজন।

SMS (এসএমএস) পাঠিয়ে উচ্চমাধ্যমিক রেজাল্টঃ 

এছাড়াও ছাত্রছাত্রীরা SMS-এর মাধ্যমে “WB <Space> “Roll No” লিখে সেটি  56070/5676750 নম্বরে সেন্ড করতে পারবেন। কিছুক্ষণের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট চলে আসবে নম্বরে।তবে এটি করার জন্য অল্প কিছু টাকা কাটা হয় ম্যাসেজ দাতার সিম থেকে।

App-র মাধ্যমে HS রেজাল্ট দেখবো কিভাবে? 

মোবাইল অ্যাপ ডাউনলোড করেও উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা সম্ভব। তবে এই নিয়মের জন্য প্রচুর ইন্টারনেট এমবি প্রয়োজন।

মোবাইল অ্যাপ ব্যবহার করে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে চাইলে গুগল প্লে স্টোরে ” WBCHSE RESULT 2022″ লিখে সার্চ করে সবথেকে বেশি ডাউণলোড ও রেটিং থাকা অ্যাপটি ইন্সটল করে নিন। এরপর অ্যাপটি ওপেন হলেই শিক্ষার্থীর তথ্য বসিয়ে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।

2022 উচ্চ-মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কঃ 

নীচে আমরা একটি অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। এখানে ক্লিক করলেই সরাসরি রেজাল্ট দেখার পেজে চলে যাবেন।

WB HS Result 2022 Online

Click Here Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker