লক্ষাধিক টাকা বেতনে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষকতার সুযোগ, জানুন বিস্তারিত।
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষক পদে নিয়োগের(St Xavier’s College Recruitment)একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লক্ষাধিক টাকা বেতনে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষকতার সুযোগ মিলবে, বেশ কয়েকটি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই উপযুক্ত যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরা শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে।
St Xavier’s College Recruitment 2023 এর পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Table of Contents
কোন কোন পদে নিয়োগ করা হবে?
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে।
কোন কোন বিভাগে নিয়োগ করা হবে?
কলেজের কমার্স এন্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিস, সায়েন্স, জেভিয়ার লস্কুল এবং জেভিয়ার বিজনেস স্কুলে অধ্যাপনার সুযোগ মিলবে।
কোন কোন বিষয়ে নিয়োগ হবে?
কমার্স, মাস কমিউনিকেশন, সোশ্যাল ওয়ার্ক, ইংরেজি এবং স্ট্যাটিসটিক্স এর জন্য অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ কবে?
অনলাইনে 24 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বয়সসীমা কত?
বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা বয়সসীমা নির্ধারিত রয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে ৪৫ বছর, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য ৫০ বছর এবং প্রফেসর পদে সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা কি?
বিভিন্ন বিষয় অনুযায়ী অধ্যাপকদের আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি রয়েছে। যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
বেতন কত?
প্রফেসর: 1,44,2000 টাকা।
অ্যাসোসিয়েট প্রফেসর:1,31,400 টাকা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: 57,700 টাকা।
নির্বাচন প্রক্রিয়া-
শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আবেদন পত্রের একটি প্রিন্ট আউট বের করতে হবে ও তার সাথে প্রয়োজনীয় সমস্ত নথি সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানাতে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ কবে?
আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন পত্র পাঠাতে পারবেন নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা কি?
The Registrar,
St. Xavier’s University, Kolkata
Premises No. IIIB – 1, Action Area IIIB
P.S. Techno City, Kolkata 700 160
Official Notification: Click Here